রামায়ণ (দ্ব্যর্থতানিরসন)
রামায়ণ বাল্মীকি কর্তৃক সংস্কৃতে রচিত একটি হিন্দু মহাকাব্য। রামায়ণ শব্দটি এছাড়া নিম্নলিখিত বিষয়গুলির ক্ষেত্রেও প্রযোজ্য।
অন্যান্য সংস্করণ
- রামচরিতমানস – তুলসীদাস রচিত রামায়ণের হিন্দি সংস্করণ।
- কম্ব রামায়ণম বা রামাবতারম্ – কম্বর রচিত তামিল সংস্করণ।
- কৃত্তিবাসী রামায়ণ – কৃত্তিবাস ওঝা রচিত বাংলা সংস্করণ।
- কাকাউইন রামায়ণ – খ্রিষ্টীয় ৮৭০ অব্দ নাগাদ ইন্দোনেশিয়ার মধ্য জাভায় আদি জাভানিজ ভাষায় রচিত সংস্করণ; সংস্কৃত রামায়ণ অবলম্বনে রচিত।
- রামাকিয়েন – থাই সংস্করণ, কম্ব রামায়ণ অবলম্বনে রচিত।
আধুনিক পুনর্কথন
- দ্য রামায়ণ (আর. কে. নারায়ণ) – কম্ব রামায়ণের আর. কে. নারায়ণ কৃত ইংরেজি অনুবাদ।
- রামায়ণ (সি. রাজাগোপালাচারী) – বাল্মীকি রামায়ণের সি. রাজাগোপালাচারী কৃত অনুবাদ।
- গীত রামায়ণ – জি. ডি. মদগুলকর কৃত রামায়ণে মারাঠি পদ্য সংস্করণ।
জনপ্রিয় মাধ্যমে রামায়ণ
- রামায়ণ (টেলিভিশন ধারাবাহিক) – রামানন্দ সাগর প্রযোজিত একটি ভারতীয় টেলিভিশন ধারাবাহিক।
- রামায়ণ (২০০৮-এর টেলিভিশন ধারাবাহিক) – তুলসীদাসী রামায়ণ অবলম্বনে অপর একটি ভারতীয় টেলিভিশন ধারাবাহিক।
- রামায়ণ: দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম – ইন্দো-জাপানি অ্যানিমেশন চলচ্চিত্র
- রামায়ণ ৩৩৯২ এ. ডি. বা রামায়ণ রিবোর্ন – একটি কমিক বই সিরিজ।
- সীতা সিংস দ্য ব্লুজ – রামায়ণের একটি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রায়ণ
স্থান
রামায়ণ সেতু – রামেশ্বরম ও মান্নার সংযোগকারী।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.