রাফি উদ-দৌলত

রাফি উদ-দৌলত (رفیع الدولت) শাহ জাহান দ্বিতীয় (شاهجهان ۲) নামেও পরিচিত, ১৭১৯ খ্রিষ্টাব্দে স্বল্প সময়ের জন্য মুঘল সম্রাট ছিলেন। তিনি তার ঐ বছরই অকাল প্রয়াত ভাই রাফি উল-দারজাতের উত্তরসূরী ছিলেন, যিনি সাইদ ভাতৃগণ দ্বারা বাদশাহ বলে আখ্যায়িত হয়েছিলেন। তার ভাইয়ের মতন তিনিও ১৭১৯ খ্রিষ্টাব্দে দিল্লীতে নিহত হন, সাইদ ভাতৃগণের নির্দেশে তাকে সিংহাসন চ্যুত এবং হত্যা করা হয়।

পূর্বসূরী:
রাফি উল-দারজাত
মুঘল সম্রাট
১৭১৯
উত্তরসূরী:
নিকুসিয়ার
দ্বিতীয় শাহজাহান
মুঘল সম্রাট
রাজত্বকাল৬ জুন ১৭১৯ থেকে ১৯ সেপ্টেম্বর ১৭১৯
পূর্ণ নামরফী উদ্দীন মোহাম্মদ রফী উদ-দৌলা শাহজাহান ছানী
জন্মজুন ১৬৯৬
মৃত্যু১৯সেপ্টেম্বর ১৭১৯
মৃত্যুস্থানবিদ্যাপুর
সমাধিস্থলকুতুবউদ্দিন কাকির সমাধী
পূর্বসূরিরাফি উল-দারজাত
উত্তরসূরিমুহাম্মদ শাহ
দাম্পত্যসঙ্গী১ জন
পিতারাফি উশ-শান
মাতানূরুন্নিসা বেগম
সন্তানাদি২ জন
ধর্মবিশ্বাসসুন্নি ইসলাম
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.