নিকুসিয়ার
নিকুসিয়ার মোহাম্মদ ছিলেন ত্রয়োদশ মুঘল সম্রাট। তিনি ৪০ বছরের বেশি বয়সে ১৭১৯ খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন। স্থানীয় মন্ত্রী বীরবল তাকে পুতুলের মত ব্যবহার করতেন এবং তাকে সম্রাট হিসেবে ঘোষণা করেছিল এই শর্তে যে তিনি সারা জীবন হারেমের ভিতরে কাটাবেন। তাকে সাইদ ভাতৃগণ ব্যাঙ্গ করতো এবং পুনরায় তাকে কারাগারে নিক্ষেপ করেছিলেন। তিনি ১৭২৩ খ্রিষ্টাব্দে ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন।
নিকুসিয়ার | |
---|---|
মুঘল সম্রাট | |
![]() নিকুসিয়ারের প্রতিকৃতি | |
রাজত্বকাল | ১৭১৯ |
পূর্ণ নাম | আবু নাসির নিকুসিয়ার মুহাম্মদ শাহ তৈমুর ছানী |
মৃত্যু | ১২এপ্রিল ১৭২৩ |
মৃত্যুস্থান | সেলিমগড়,দিল্লি |
সমাধিস্থল | কুতুবউদ্দিন কাকির দরগা |
পূর্বসূরি | দ্বিতীয় শাহজাহান |
রাজবংশ | তৈমুরী |
পিতা | সুলতান মুহাম্মদ আকবর |
মাতা | সেলিমা বানু বেগম |
ধর্মবিশ্বাস | ইসলাম |
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.