রাফি উল-দারজাত

রাফি উল-দারজাত (১৬৯৯ - ১৭১৯), আজিম উস শানের ভাই রাফি-উস-শানের সর্বকনিষ্ঠ পুত্র, যিনি একাদশ মুঘল সম্রাট ছিলেন। তিনি ফেব্রুয়ারি ২৮, ১৭১৯ খ্রিষ্টাব্দে রাজ্যের উত্তরাধিকারী হন, তাকে সাইদ ভাতৃগণ বাদশাহ বলে ঘোষণা দেন।

রাফি উল-দারজাত
মুঘল সম্রাট
রাফি উল-দারাজাতের প্রতিকৃতি
রাজত্বকাল২৮ ফেব্রুয়ারি ১৭১৯ - ৬ জুন ১৭১৯
পূর্ণ নামআবু নাসির শামসুদ্দীন মুহাম্মদ রাফি উল-দারাজাত
জন্ম৩০ নভেম্বর ১৬৯৯
মৃত্যু৬ জুন ১৭১৯
মৃত্যুস্থানআগ্রা
সমাধিস্থলকুতুব উদ্দীন বখতিয়ার কাকীর সমাধী
পূর্বসূরিফররুখসিয়ার
উত্তরসূরিশাহজাহান দ্বিতীয়
দাম্পত্যসঙ্গী১ জন
রাজবংশহাউস অব তিমুর
রাজবংশমুঘল সাম্রাজ্য
পিতারফি উল-শান
মাতারাজিয়াত উন নিসা বেগম
ধর্মবিশ্বাসসুন্নি ইসলাম
পূর্বসূরী:
ফর‌রুখসিয়ার
মুঘল সম্রাট
১৭১৯
উত্তরসূরী:
রাফি উদ-দৌলত৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.