রাজু আঙ্কেল

রাজু আঙ্কেল হরনাথ চক্রবর্তী পরিচালিত ২০০৫ সালের একটি বাংলা চলচ্চিত্র এবং এটি পীযূষ সাহা প্রযোজিত একটি ছবি যাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জী এবং সায়ন্তনী ঘোষ । ছবিটির সংগীত পরিচালনা করেছেন অশোক রাজ ।

রাজু আঙ্কেল
পরিচালকহরনাথ চক্রবর্তী
প্রযোজকপ্রিঞ্চ এন্টারটেইনমেন্ট পি৪
শ্রেষ্ঠাংশেপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সায়ন্তনী ঘোষ
রঞ্জিত মল্লিক
রাজেশ শর্মা
কাঞ্চল মল্লিক
অরুন বান্দ্যপাধ্যায়
অনামিকা সাহা
সুরকারঅশোক রাজ
দেশভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়₹৪ কোটি
আয়₹১১ কোটি

কাস্ট

সাউন্ডট্র‍্যাক

রাজু আঙ্কেল (২০০৫) চলচ্চিত্রের গান
গান গায়ক
রাতের নাম দু চোখে সোনু নিগম
আমরা সবাই রাজা বাবুল সুপ্রিয়, দীপ মালা
একতু চেনা একতি জানা রূপ কুমার রাঠোদ, শ্রেয়া ঘোষাল
মোন মনে না শান, শ্রেয়া ঘোষাল
মার মার জনতা অমিত কুমার

তথ্যসূত্র

  1. "Raju Uncle (2005) Cast and Crew"gomolo.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-২৩

বাহ্যিক লিঙ্কগুলি

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.