রাজু আঙ্কেল
রাজু আঙ্কেল হরনাথ চক্রবর্তী পরিচালিত ২০০৫ সালের একটি বাংলা চলচ্চিত্র এবং এটি পীযূষ সাহা প্রযোজিত একটি ছবি যাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জী এবং সায়ন্তনী ঘোষ । ছবিটির সংগীত পরিচালনা করেছেন অশোক রাজ ।
রাজু আঙ্কেল | |
---|---|
পরিচালক | হরনাথ চক্রবর্তী |
প্রযোজক | প্রিঞ্চ এন্টারটেইনমেন্ট পি৪ |
শ্রেষ্ঠাংশে | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সায়ন্তনী ঘোষ রঞ্জিত মল্লিক রাজেশ শর্মা কাঞ্চল মল্লিক অরুন বান্দ্যপাধ্যায় অনামিকা সাহা |
সুরকার | অশোক রাজ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ₹৪ কোটি |
আয় | ₹১১ কোটি |
কাস্ট
- রাজু চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- নীলা চরিত্রে সায়ন্তনী ঘোষ
- রঞ্জিত মল্লিক চরিত্রে রঞ্জিত মল্লিক
- দিলীপ রায় চরিত্রে রাজেশ শর্মা
- কেষ্ট চরিত্রে কাঞ্চন মল্লিক
- মনু মুখোপাধ্যায়
- রমেনের চরিত্রে অরুণ বন্দ্যোপাধ্যায়
- নীলিমা চরিত্রে অনামিকা সাহা৷
- দোলন রায়
- নীলাভরা সেট [1]
সাউন্ডট্র্যাক
গান | গায়ক |
---|---|
রাতের নাম দু চোখে | সোনু নিগম |
আমরা সবাই রাজা | বাবুল সুপ্রিয়, দীপ মালা |
একতু চেনা একতি জানা | রূপ কুমার রাঠোদ, শ্রেয়া ঘোষাল |
মোন মনে না | শান, শ্রেয়া ঘোষাল |
মার মার জনতা | অমিত কুমার |
তথ্যসূত্র
- "Raju Uncle (2005) Cast and Crew"। gomolo.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-২৩।
বাহ্যিক লিঙ্কগুলি
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.