রসকসমস

রসকসমস (রুশ: Роскосмос রস্‌কস্‌মস্‌) বা রুশ যুক্তরাষ্ট্রীয় মহাকাশ সংস্থা (রুশ: Федеральное космическое агентство России), হল রাশিয়ার প্রধান ও জাতীয় মহাকাশ সংস্থা। রসকসমস প্রতিষ্ঠিত হল ২৫শে ফেব্রুয়ারি ১৯৯২ সালে, তার আগে ১৯৩১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত মহাকাশ প্রশাসন হিসাবে পরিচিত ছিল।

রুশ যুক্তরাষ্ট্রীয় মহাকাশ সংস্থা
Федеральное космическое агентство России (রুশ)
প্রতিষ্ঠাতা১৯৯২
সদরষেপকিন ষ্ট্রীট ৪২, মস্কো, রাশিয়া
প্রশাসকইগোর কোমারোভ্
বাজেট১৬৮.৮ বিলিয়ন руб (২০১৩)[1]
ওয়েবসাইটroscosmos.ru

বিশ্বের প্রথম মহাকাশ স্টেশন -"সাল্যুট" ও দ্বিতীয় মহাকাশ স্টেশন - "মির" ছিল সোভিয়েত ইউনিয়ন এবং পরে রাশিয়ার (রসকসমস) মালিকানাধীন। ১৯৯৮ সালে আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতা প্রকল্পে রাশিয়ামার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বের তৃতীয় মহাকাশ স্টেশন - "আন্তর্জাতিক মহাকাশ স্টেশন" তৈরি করে।

তথ্য সূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.