রয়্যাল রাম্বল (২০১৬)

রয়্যাল রাম্বল (২০১৬) হল ডাব্লিউডাব্লিউই কর্তৃক আয়োজিত পেশাদারি কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (PPV) আয়োজন। এটি ২০১৬ সালে অর্লান্ডো, ফ্লোরিডার আমওয়ে সেন্টারে অনুষ্ঠিত হয়।[1] এটি রয়্যাল রাম্বল এর কালানুক্রম অনুযায়ী ২৯তম রয়্যাল রাম্বল এবং ২০১৬ সালের ডাব্লিউডাব্লিউই এর প্রথম প্রতি-দর্শনে পরিশোধ আয়োজন। এটা হল ১৯৯০, ১৯৯১, ১৯৯৫ এবং ২০০৬ সালের পর ফ্লোরিডা প্রদেশে অনুষ্ঠিত ৫ম রয়্যাল রাম্বল। ১৯৯০ সালের পর এটি দ্বিতীয় রয়্যাল রাম্বল যেটি অর্লান্ডোতে অনুষ্ঠিত হবে। আমওয়ে সেন্টারে এটি প্রথম প্রতি-দর্শনে-পরিশোধ। এই আয়োজনে, রোমান রেইংস রয়্যাল রাম্বল ম্যাচে ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ রক্ষার জন্য লড়াই করেন। এই আয়োজমটি প্রথম আয়োজন যেখানে রাজত্বকারী চ্যাম্পিয়ন তার চ্যাম্পিয়নশীপ রক্ষার জন্য লড়াই করবেন এবং দ্বিতীয়বার যেখানে ( ১৯৯২ সালের পর) ম্যাচ বিজয়ীকে পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়নশীপ দেওয়া হবে।

রয়্যাল রাম্বল (২০১৬)
প্রচরণা পোস্টারে রোমান রেইংস
তথ্য
পদোন্নতিডাব্লিউডাব্লিউই
স্পন্সরচেক্স মিক্স
তারিখজানুয়ারি ২৪, ২০১৬
ভেন্যুআমওয়ে সেন্টার
শহরআর্লান্ডো, ফ্লোরিডা
ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্ক ইভেন্টের কালানুক্রমিক
এনএক্সটি টেকওভার: লন্ডন রয়্যাল রাম্বল (২০১৬) ফাস্টলেন (২০১৬)
রয়্যাল রাম্বল কালানুক্রমিক
রয়্যাল রাম্বল (২০১৫) রয়্যাল রাম্বল (২০১৬) রয়্যাল রাম্বল (২০১৭)

একটি প্রাক-প্রদর্শন ম্যাচসহ ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয় এই আয়োজনে। মূল আয়োজনে, ডীন আমব্রোসকে বর্জনের মাধ্যমে ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ এর জন্য রয়্যাল রাম্বল ম্যাচ জয় লাভ করে। রয়্যাল রাম্বল এ.জে. স্টাইলস এর অভিষেক হয়, তিনি কিছু সপ্তাহ পূর্বে কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ হন[2]

পটভূমি

ট্রিপল এইচ এইবারের (দুই-বার রয়্যাল রাম্বল বিজয়ী) রয়্যাল রাম্বল বিজীয় এবং নয়বারের ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ বিজয়ী

৩০-ব্যক্তি রয়্যাল রাম্বল ম্যাচ এ মুখোমুখি হয়, আর এই ম্যাচের বিজয়ী রেসেলম্যানিয়া ৩২ এর ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ ম্যাচের সুযোগ পাবে। কিন্তু, ৪ জানুয়ারি, ২০১৬ এর তে, ভিন্স ম্যাকমাহোন ঘোষণা করেন যে বর্তমান ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন রোমান রেইংস তার চ্যাম্পিয়নশীপ অক্ষুণ্ণ রাখতে হলে রয়্যাল রাম্বল ম্যাচ জিততে হবে। [3] এটা প্রথম যে বর্তমানের কোন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন রয়্যাল রাম্বল ম্যাচে চ্যাম্পিয়নশীপ ম্যাচ রক্ষার জন্য লড়াই করবে।

এ.জে স্টাইলস #৩ নম্বর স্থানে প্রবেশের মাধ্যমে রয়্যাল রাম্বল ম্যাচে অফিসিয়াল ভাবে অভিষেক হয়।

২৮ ডিসেম্বরের তে বিগ শো ঘোষণা করে যে সে রয়্যাল রাম্বল ম্যাচে অংশপগ্রহণ করবে।[4] জানুয়ারি ১, ২০১৬ WWE.com ঘোষণা করে যে কার্টিস এক্সেল অংশগ্রহণ করবে। ৪ জানুয়ারির তে, রাইব্যাক, দ্য ওয়াট ফ্যামেলি, ডলফ জিগলার, এবং ক্রিস জেরিকো রয়্যাল রাম্বল ম্যাচে অংশগ্রহণ করবে বলে জানায়।[3] ১৮ জানুয়ারি, ২০১৬ এর পর্বে, রিঙ্গে লটারির মাধ্যমে রেইংসকে #১ প্রবেশকারি নির্ধারণ করা হয়, মানে সে রয়্যাল রাম্বল ম্যাচের প্রথম প্রতিযোগী যে রিং এ প্রবেশ করবে[5] ২০ জানুয়ারির, WWE.comমাইকেল কোল এর সাথে কফি কিংস্টন, বিগ ই এবং যাবিয়ার উডসের সাক্ষাতকারে তারা সকলে কোলকে জানান তারা রয়্যাল রাম্বল ম্যাচে অংশগ্রহণ করবে।[6]

১১ জানুয়ারির তে, স্টেফানি ম্যাকমাহোন ঘোষণা করে যে ব্রক লেসনার রয়্যাল রাম্বল ম্যাচে অংশগ্রহণ করবে।[7] জানুয়ারি ১৩, WWE.com ঘোষণা করে যেস্টারডাস্ট রয়্যাল রাম্বল ম্যাচে অংশগ্রহণ করবে।

টিএলসিতে, কেভিন ওয়েন্সকে হারিয়ে ডীন আমব্রোস ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশীপ জয়লাভ করেন। [ ২০১৬ সালের জানুয়ারি ১৭ এর স্ম্যাকডাউনের পর্বে ডাবল কাউনআউট দ্বারা ম্যাচ শেষ হয়।[8] পরে ঘোষণা করা হয় রয়্যাল রাম্বল প্রতি-দর্শনে-পরিশোধ আয়োজন আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশীপের জন্য লাষ্ট ম্যান স্টান্ডিং ম্যাচ হবে।[9] জানুয়ারি ৭, ২০১৬ এর স্ম্যাকডাউনের পর্বে, জন সিনা মার্কিন যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন আলবের্তো দেল রিও এর প্রতিদ্বন্দী কালিস্তোকে পরিচয় করিয়ে দেন। সেই ম্যাচ জয়ের পর[8] সে জানুয়ারি ১১ পর্বে চ্যাম্পিয়নশীপ খেলার সুযোগ পায়; আর আলবের্তো দেল রিওকে হারিয়ে ডাব্লিউডাব্লিউই মার্কিন যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়নশীপ জয় লাভ করে,[7] কিন্তু তারপরের স্ম্যাকডাইনে রিও এর কাছে চ্যাম্পিয়নশীপ হেরে যায়।[9] তারপরে রয়্যাল রাম্বল আরেকটি ম্যাচ দেওয়া হয়। ৪ জানুয়ারি পর্বে, বেকি লাইঞ্চ ডিভাস চ্যাম্পিয়ন শার্লটকে সাধারণ ম্যাচে পরাজিত করে, কিন্তু শার্লট ম্যাচ শেষে বেকির উপর আক্রমণ করবে।[3] ২০১৬ সালের ৭ জুনের, স্ম্যাকডাউন পর্বে, শার্লট, তার পিতা রিক ফ্লেয়ার এর সাহায্যে হারিয়ে বেকিকে পরাজিত করে আর তার চ্যাম্পিয়নশীপ রক্ষা করে।[8] পরে লাইঞ্চ রয়্যাল রাম্বল ম্যাচে শার্লটকে চ্যালেঞ্জ করে আর রিক ফ্লেয়ার তার কন্যার হয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে।[5][9]

জানুয়ারি ১১ পর্ব্র, দ্য উদোস দ্য নিউ ডেইকে পরাজিত করে।[7] জানুয়ারি ১৮ পর্বে, দ্য উসোস দ্য নিউ ডেইকে পরাজিত করে। তারপরে ঘোষণা করা হয় তারা একে অপরের বিরুদ্ধে চ্যাম্পিয়নশীপ ম্যাচে মুখোমুখি হবে।[10] ২১ জানুয়ারি, ড্যারেন ইয়ং এবং ড্যামিয়েন স্যানডো, দ্য ডাডলি বয়েজ, দ্য আসেনসিয়ন, এবং মার্ক হেনরি এবং জ্যাক সয়াগারদের মধ্যকার এক ফ্যাটাল ফোর ওয়ে ট্যাগ টিম ম্যাচ রয়্যাল রাম্বলের প্রাকদর্শন-ম্যাচে তালিকাভুক্ত করা হয় , দুইজন বিজয়ী রয়্যাল রাম্বল ম্যাচে অংশগ্রহণ করতে পারে।[11]

কার্য সম্পাদনাকারী দল

ভূমিকা: নাম:
ধারাভাষ্যকর মাইকেল কোল
জন "ব্রাডশ" লেইফিল্ড
ব্যারুন স্যাক্সটন
ক্যারলোস ক্যাব্রেরা (স্পেনীয়)
মার্সেলো রোদরিগুজ (স্পেনীয়)
সাক্ষাৎকার টম ফিলিপস
জোজো
রিং ঘোষণাকারী লিলিয়ান গার্সিয়া
এডেন স্টিলেস
কিকঅফ শো রেনে ইং
বুকার টি
জেরি ললার
কোরি গ্রেভস

ফলাফল

নং. ফলাফল শর্তাধীন বিষয় সময়[12][13]
মার্ক হেনরি

এবং জ্যাক সয়াগার মিলে ড্যারেন ইয়ং এবং ড্যামিয়েন স্যানডো, দ্য ডাডলি বয়েজ (বাব্বা রে ডাডলি এবং ডি-ভোন ডাডলি) এবং দ্য আসেনসিয়নকে (কনর এবং ভিক্টর) পরাজিত করেছে

ফ্যাটাল ফোর-ওয়ে ট্যাগ টিম ম্যাচরয়্যাল রাম্বল ম্যাচ অংশগ্রহণের জন্য[14] ৭:৫৮
ডীন আমব্রোস (চ) কেভিন ওয়েন্সকে পরাজিত করেছে লাস্ট ম্যান স্টান্ডিং ম্যাচ ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশীপ এর জন্য[15] ২০:২১
দ্য নিউ ডেই (বিগ ই এবং কফি কিংস্টন) (চ) (সাথে যাবিয়ার উডস) দি উসোসকে (জিমি উসো এবং জেই উসো) পরাজিত করেছে ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশীপ এর জন্য ট্যাগ টিম ম্যাচ[16] ১০:৫৩
কালিস্তো আলবের্তো দেল রিওকে (চ) পরাজিত করেছে একক ম্যাচ ডাব্লিউডাব্লিউই মার্কিন যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়নশীপ এর জন্য[17] ১১:৩০
শার্লট (চ) (সাথে রিক ফ্লেয়ার) বেকি লাইঞ্চকে পরাজিত করেছে ডাব্লিউডাব্লিউই ডিভাস চ্যাম্পিয়নশীপ এর জন্য একক ম্যাচ[18] ১১:৪১
সর্বশেষ ডীন আমব্রোসকে বর্জনের দ্বারা ট্রিপল এইচ জয় লাভ করেছে ৩০-ব্যক্তি রয়্যাল রাম্বল ম্যাচ ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ এর জন্য[19] ১:০১:৪৪
  • (চ) – ম্যাচের শিরোনাম চ্যাম্পিয়ন(গণ)কে নির্দেশ করে
  • –নির্দেশ করে যে প্রাক-প্রদর্শনে ম্যাচটি সংঘটিত হয়েছিল

রয়্যাল রাম্বল ম্যাচ প্রবেশ এবং বর্জন

ড্র প্রবেশ ক্রম যার দ্বারা বর্জন হয়েছেন সময় বর্জন করেছেন
রোমান রেইংস (চ)২৮ট্রিপল এইচ৫৯:৫০
রুসেভরেইংস১:৩০
এ.যে. স্টাইলস১১ওয়েনস২৭:৫৩
টেইলর ব্রীজস্টাইলস এবং রেইংস১:০০
কার্টিস এক্সেলস্টাইলস১:১১
ক্রিস জেরিক্য২৬আমব্রোস৫০:৫০
কেইনস্ট্রোম্যান১৮:৪৪
গোল্ডডাস্টও'নেইল৫:৫৫
রাইব্যাকবিগ শো১২:২১
১০কফি কিংস্টনজেরিকো৮;১৫
১১টাইটাস ও'নেইলবিগ শো৮:৫৫
১২আর-ট্রুথকেইন০:৩৭
১৩লুক হারপার১৯লেসনার২৩:৪০
১৪স্টার ডাস্ট১৪হারপার১৩:৫৭
১৫বিগ শো১৫স্ট্রোম্যান৪:৩১
১৬নেভিল১৩হারপার১০:০৪
১৭ব্রোন স্ট্রোম্যান২০লেসনার১৬:৪৪
১৮কেভিন ওয়েন্স১২জয়্যান৪:২৮
১৯ডীন আমব্রোস২৯ট্রিপল এইচ২৯:৩৬
২০সামি জয়্যান১৬স্ট্রোম্যান৪:৩৩
২১এরিক রয়্যান১৭লেসনার৪:১৪
২২মার্ক হেনরি১৫স্ট্রোম্যান, হারপার এবং রয়ান০০:৩০
২৩ব্রক লেসনার২১স্ট্রোম্যান, হারপার এবং রয়্যান০৮:৩১
২৪জ্যাক সয়াগার১৮লেসনার০০:১৫
২৫দ্য মিজ৩২রেইংস৮:২৩
২৬আলবের্তো দেল রিও২৩রেইংস৬:৪৬
২৭ব্রেই ওয়াট২৫ট্রিপল এইচ এবং শেইমাস১০:৪৬
২৮ডলফ জিগলার২৪ট্রিপল এইচ৭:০০)
২৯শেইমাস২৭রেইংস৮:৪৫
৩০ট্রিপল এইচ-বিজয়ী৮:০৫

(*) - স্ট্রোম্যান, হারপার এবং রয়্যান বর্জনের পর ফিরে আসে আর লেসনারকে বর্জন করে।

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Johnson, Mike। "2016 WWE ROYAL RUMBLE & FAST LANE PPVS WILL BE IN..."। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৫
  2. "AJ Styles' first interview as a WWE Superstar prior to the 2016 Royal Rumble Match"। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৪, ২০১৬
  3. Tedesco, Mike। "WWE RAW Results - 1/4/16 (Reigns vs. Sheamus)"wrestleview.com। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৫
  4. Martin, Adam। "WWE RAW Results - 12/28/15 (John Cena vs. Alberto Del Rio)"wrestleview.com। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৫
  5. Tedesco, Mike। "WWE RAW Results - 1/18/16 (Final hype for Royal Rumble)"wrestleview.com। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৯, ২০১৫
  6. "Update on The New Day's Royal Rumble Match Status, Bill Apter Talks to Former Ivan Koloff Student, Reigns Grants a Wish (Photo)"Wrestlezone (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২২, ২০১৬
  7. Tedesco, Mike। "WWE RAW Results - 1/11/16 (Brock Lesnar returns)"wrestleview.com। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৫
  8. Martin, Adam। "WWE Smackdown Results - 1/7/16 (Ambrose vs. Owens)"wrestleview.com। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৫, ২০১৬
  9. Kahrs, Alex। "WWE Smackdown Results - 1/14/16 (Tag team main event)"wrestleview.com। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৬
  10. Caldwell, James। "1/18 WWE Raw Results – CALDWELL'S Complete, Live Report"। Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৯, ২০১৫
  11. ""Royal Rumble Update – Pre-Show match announced for entry in the Royal Rumble""Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ January 20, 2015. এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  12. "WWE Royal Rumble '16 Times"Internet Wrestling Database। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬
  13. Caldwell, James। "1/24 WWE Royal Rumble PPV Results – CALDWELL'S Complete Live PPV Report"। Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬
  14. "Darren Young & Damien Sandow vs. The Dudley Boyz vs. The Ascension vs. Mark Henry & Jack Swagger (Fatal 4-Way Kickoff Match to qualify for the Royal Rumble Match)"। WWE। সংগ্রহের তারিখ জানুয়ারি ২০, ২০১৫
  15. Pappolla, Ryan। "Intercontinental Champion Dean Ambrose vs. Kevin Owens (Last Man Standing Match)"। WWE। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৫, ২০১৬
  16. Clapp, John। "WWE Tag Team Champions The New Day vs. The Usos"। WWE। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৮, ২০১৬
  17. Clapp, John। "United States Champion Alberto Del Rio vs. Kalisto"। WWE। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৮, ২০১৬
  18. Clapp, John। "Divas Champion Charlotte vs. Becky Lynch"। WWE। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৯, ২০১৬
  19. "2016 Royal Rumble Match for the WWE World Heavyweight Championship"। WWE। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৭, ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.