রবার্ট প্রেস্টন (অভিনেতা)
রবার্ট প্রেস্টন মেসার্ভি (ইংরেজি: Robert Preston Meservey; জন্ম: ৮ই জুন ১৯১৮ - ২১শে মার্চ ১৯৮৭) ছিলেন একজন একজন মার্কিন অভিনেতা। তিনি সঙ্গীতনাট্য দ্য মিউজিক ম্যান (১৯৫৮) ও এর চলচ্চিত্রায়নে (১৯৬২) প্রফেসর হ্যারল্ড হিল চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। এই সঙ্গীতনাট্যে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে টনি পুরস্কার লাভ করেন এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। আই ডু! আই ডু! (১৯৬৭) সঙ্গীতনাট্যে অভিনয়ের জন্য তিনি আরেকটি টনি পুরস্কার লাভ করেন। ১৯৮২ সালে ভিক্টর/ভিক্টোরিয়া চলচ্চিত্রে ক্যারল "টডি" টড চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[1]
রবার্ট প্রেস্টন | |
---|---|
Robert Preston | |
![]() রবার্ট প্রেস্টনের প্রচারণামূলক ছবি | |
জন্ম | রবার্ট প্রেস্টন মেসার্ভি ৮ জুন ১৯১৮ নিউটন, ম্যাসাচুসেট্স, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২১ মার্চ ১৯৮৭ ৬৮) মন্টেসিটো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
মৃত্যুর কারণ | ফুসফুসের ক্যান্সার |
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেতা, গায়ক |
কার্যকাল | ১৯৩৮-১৯৮৫ |
দাম্পত্য সঙ্গী | ক্যাথরিন ক্রেইগ (বি. ১৯৪০–১৯৮৭) |
পুরস্কার | টনি পুরস্কার (২ বার) |
প্রারম্ভিক জীবন
প্রেস্টন ১৯১৮ সালের ৮ই জুন ম্যাসাচুসেট্সের নিউটনে জন্মগ্রহণ করেন।[2] তার পিতা ফ্রাংক ওয়েস্লি মেসার্ভি (১৮৯৯-১৯৯৬) ছিলেন আমেরিকান এক্সপ্রেসের কেরানি এবং মাতা রুথ এল. (জন্ম: রিয়া, ১৮৯৫-১৯৭৩) ছিলেন একজন গার্মেন্টস কর্মী।[3] প্রেস্টন লস অ্যাঞ্জেলেসের আব্রাহাম লিংকন হাই স্কুলে পড়াশুনা করেন এবং পরে পাসাডেনা কমিউনিটি প্লেহাউজে অভিনয় বিষয়ে পাঠ গ্রহণ করেন।
তথ্যসূত্র
- রিচার্ডস, ডেভিড (২২ জুলাই ১৯৮৪)। "Robert Preston, With a Capital P"। ওয়াশিংটন পোস্ট। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৮।
- "Robert Preston Meservey"। অ্যানসেস্ট্রি। ২৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৮।
- লিলিয়ান, রস; হেলেন, রস। The Player: A Profile Of An Art। নিউ ইয়র্ক সিটি: সিমন অ্যান্ড শুস্টার। পৃষ্ঠা ৪০৪। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে রবার্ট প্রেস্টন (অভিনেতা) সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে রবার্ট প্রেস্টন
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে রবার্ট প্রেস্টন
(ইংরেজি)