রণবিজয় সিং

রণবিজয় সিং হলেন একজন ভারতীয় টেলিভিশন উপস্থাপক এবং চলচ্চিত্র অভিনেতা।[2] তিনি এমটিভিতে প্রচারিত দু: সাহসিক অনুষ্ঠান এমটিভি রোডিসকে উপস্থাপনার মাধ্যমে অধিক জনপ্রিয়তা লাভ করেন। তিনি ভারতের মুম্বাইয়ে বসবাস করেন।[2]

রণবিজয় সিং
২০১১ সালে রণবিজয় সিং
জন্ম
রণবিজয় সিং সিংহা

(1983-03-16) ১৬ মার্চ ১৯৮৩
জাতীয়তা ভারতীয়
অন্যান্য নামডনি
পেশাটেলিভিশন উপস্থাপক, অভিনেতা, কলামিষ্ট, ভিজে
কার্যকাল২০০৩–বর্তমান
পরিচিতির কারণএমটিভি রোডিস
উচ্চতা ফু ০ ইঞ্চি (১৮৩ সেমি)[1]
দাম্পত্য সঙ্গীপ্রিয়াঙ্কা সিংহা (বি. ২০১৪)
সন্তানকাইনাত সিং (মেয়ে)
পরিবারইকবাল সিং (বাবা)
বালজিত কোর (মা)
হারমান সিং (ভাই)

প্রথম জীবন

রণবিজয়ের বাবা ছিলেন একজন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা। এরই সূত্রে রণবিজয়ের ৬ষ্ঠ প্রজন্মরা সরাসরি ভারতীয় সেনাবাহিনীর সাথে সংযুক্ত হয়। রণবিজয় তার জীবনে ৯টি বিদ্যালয় পরিবর্তন করেছেন। কারণ, তার বাবা ভারতীয় সেনাবাহিনীর সদস্য হওয়ায় কাজের প্রয়োজনে তার পুরো পরিবারকে ভারতের বিভিন্ন স্থানে স্থানান্তরিত হতে হয়, এমনকি তিনি তার বাল্যকালের অধিকাংশ সময় আবাসিক বিদ্যালয়ে কাটিয়েছেন।[2] তিনি নয়াদিল্লির আর্মি পাবলিক স্কুল হতে পড়াশুনা করেন।[3] এবং দিল্লির হাঁস রাজ কলেজ হতে স্নাতক ডিগ্রি লাভ করেন।[4]

চলচ্চিত্রের তালিকা

সালচলচ্চিত্রচরিত্রভাষা
২০০৯টস:এ ফ্লিপ অফ ডেস্টিনিরায়ানহিন্দি
লন্ডন ড্রিমসজোহেব খান
২০১০একশন রিপলেকুন্দন লাল
২০১১মুম্বাই কাটিংসেগ্মের মধ্যে
ধরতিহিরা সিংপাঞ্জাবি
মোড়এন্ডি/অভয়/গঙ্গারামহিন্দি
২০১২তোড় মিত্র দিরণবীরপাঞ্জাবি
২০১৩সাদি লাভ স্টোরিগুরলিনের স্বামী (বিশেষ উপস্থিতি)
ইশক গারারি------
৩এএমসানিহিন্দি
২০১৪মেঙ্গোপ্রধান চরিত্র
২০১৫শারাফাত গায়ি তেল লেনেসেম

তথ্যসূত্র

  1. "Rannvijay Singh Bio"। starsunfolded.com। সংগ্রহের তারিখ মে ১১, ২০১৭
  2. Khanna, Aamit (১ ডিসেম্বর ২০১১)। "Travel is an inseparable part of my life: Ranvijay Singh"Hindustan Times। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৩
  3. http://www.telegraphindia.com/1100608/jsp/entertainment/story_12540428.jsp
  4. "Delhi is an International City: Rannvijay Singh"। ৭ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.