ম্যাসিডনের প্রথম ফিলিপ

প্রথম ফিলিপ (গ্রিক: Φίλιππος) ম্যাসিডন শাসনকারী আর্গিয়াদ রাজবংশের ষষ্ঠ রাজা ছিলেন।

প্রথম ফিলিপ
ম্যাসিডনের রাজা
রাজত্বকাল৬৪০-৬০২ খ্রিস্টপূর্বাব্দ
পূর্বসূরিপ্রথম আর্গাইওস
উত্তরসূরিপ্রথম এরোপস
সন্তানাদিপ্রথম এরোপস
রাজবংশআর্গিয়াদ
পিতাপ্রথম আর্গাইওস
ধর্মবিশ্বাসপ্রাচীন গ্রিক ধর্ম

পরিচয়

৬৪০ খ্রিস্টপূর্বাব্দে পিতা প্রথম আর্গিয়াসের মৃত্যুর পর প্রথম ফিলিপ ম্যাসিডনের সিংহাসন লাভ করেন। এই সাহসী ও বুদ্ধিমান শাসক ৬০২ খ্রিস্টপূর্বাব্দে ইলিরিয়দের সঙ্গে যুদ্ধে নিহত হলে তার শিশুপুত্র প্রথম এরোপস পরবর্তী রাজা হিসেবে সিংহাসনে আসীন হন।[1]

তথ্যসূত্র

  1. Farr, Edward History of the Macedonians (Robert Carter & Brothers, New York, 1850), pg. 37
ম্যাসিডনের প্রথম ফিলিপ
আর্গিয়াদ রাজবংশ
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
প্রথম আর্গাইওস
ম্যাসিডনের রাজা
৬৪০-৬০২ খ্রিস্টপূর্বাব্দ
উত্তরসূরী
প্রথম এরোপস
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.