ম্যাসিডনের প্রথম আমুনতাস

প্রথম আমুনতাস (গ্রিক: Ἀμύντας) ম্যাসিডন শাসনকারী আর্গিয়াদ রাজবংশের নবম রাজা ছিলেন।

প্রথম অ্যামিনটাস
ম্যাসিডনের রাজা
হাখমানেশী সাম্রাজ্যের সামন্ত
রাজত্বকাল৫৪৭-৪৯৮ খ্রিস্টপূর্বাব্দ
পূর্বসূরিপ্রথম আলকেতাস
উত্তরসূরিপ্রথম আলেকজান্ডার
দাম্পত্যসঙ্গীইউরিডিস
সন্তানাদিপ্রথম আলেকজান্ডার
রাজবংশআর্গিয়াদ
পিতাপ্রথম আলকেতাস
ধর্মবিশ্বাসপ্রাচীন গ্রিক ধর্ম

পরিচয়

৫৪৭ খ্রিস্টপূর্বাব্দে পিতা প্রথম আলকেতাসের মৃত্যুর পর প্রথম আমুনতাস ম্যাসিডনের সিংহাসনে আরোহণ করেন। তিনি ম্যাসিডনের প্রথম শাসক ছিলেন, যিনি বৈদেশিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী ছিলেন। তিনি এথেন্সের স্বেচ্ছাচারী শাসক হিপ্পিয়াসের সঙ্গে কূটনৈতিক মিত্রতা স্থাপন করেন। পরে, হিপ্পিয়াসকে এথেন্স থেকে তাড়িয়ে দেওয়া হলে, গ্রিকদের মধ্যেকার বিবাদের সুযোগ নেওয়ার উদ্দেশ্যে তিনি তাকে অ্যান্থেমাস শহরটি উপহার দেওয়ার কথা প্রস্তাব করলে হিপ্পিয়াস তা প্রত্যাখ্যান করেন।[1] ৫১২ খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম আমুনতাস হাখমানেশী সম্রাট প্রথম দারিয়ুসের সামন্তে পরিণত হন।[2]

তথ্যসূত্র

  1. Miltiades V. Chatzopoulos Macedonian Institutions Under the Kings: A historical and epigraphic study, p. 174, আইএসবিএন ৯৬০-৭০৯৪-৮৯-১.
  2. Joseph Roisman,Ian Worthington. "A companion to Ancient Macedonia" John Wiley & Sons, 2011. আইএসবিএন ১৪৪৪৩৫১৬৩X pp 343-345
ম্যাসিডনের প্রথম আমুনতাস
আর্গিয়াদ রাজবংশ
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
প্রথম আলকেতাস
ম্যাসিডনের রাজা
৫৪৭-৪৯৮ খ্রিস্টপূর্বাব্দ
উত্তরসূরী
প্রথম আলেকজান্ডার
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.