ম্যারি এলিজাবেথ মাস্ট্র্যান্টোনিও

ম্যারি এলিজাবেথ মাস্ট্র্যান্টোনিও (ইংরেজি: Mary Elizabeth Mastrantonio; জন্ম: ১৭ নভেম্বর ১৯৫৮)[2] হলেন একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা। ১৯৮০ সালে ওয়েস্ট সাইড স্টোরি মঞ্চনাটকের পুনর্নির্মাণের মধ্য দিয়ে ব্রডওয়ে মঞ্চে তার অভিষেক হয়। ১৯৮৩ সালে তিনি স্কারফেস চলচ্চিত্রে আল পাচিনোর চরিত্রের বোন জিনা মন্তানা চরিত্রে অভিনয় করেন। ১৯৮৬ সালের দ্য কালার অব মানি চলচ্চিত্রে কারমেন চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল দি অ্যাবিস (১৯৮৯), রবিনহুড: প্রিন্স অব থিভস (১৯৯১) এবং দ্য পারফেক্ট স্টর্ম (২০০০)। ২০০৩ সালে তিনি ব্রডওয়েতে সঙ্গীতনাট্যধর্মী ম্যান অব লা মাঞ্চা নাটকে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[3]

ম্যারি এলিজাবেথ মাস্ট্র্যান্টোনিও
Mary Elizabeth Mastrantonio
২০১৩ সালে ট্রান্সপোর্ট গ্রুপের গালা 'গিম্মে আ ব্রেক!'-এ মাস্ট্র্যান্টোনিও
জন্ম (1958-11-17) ১৭ নভেম্বর ১৯৫৮
অন্যান্য নামম্যারি এলিজাবেথ
পেশাঅভিনেত্রী, গায়িকা
কার্যকাল১৯৮০-বর্তমান
উচ্চতা৫ ফুট ৮ ইঞ্চি[1]
দাম্পত্য সঙ্গীপিটার ওকনর (বি. ১৯৯০)
সন্তান

প্রারম্ভিক জীবন

মাস্ট্র্যান্টোনিও ১৯৫৮ সালের ১৭ই নভেম্বর ইলিনয় অঙ্গরাজ্যের লমবার্ড শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা ম্যারি ডমিনিকা ও পিতা ফ্রাঙ্ক এ. মাস্ট্র্যান্টোনিও।[2] তারা দুজনেই ইতালীয় বংশোদ্ভূত ছিলেন। তার পিতা একটি ব্রোঞ্জ ফাউন্ড্রিতে কাজ করতেন। ছয় বোনের মধ্যে এলিজাবেথ পঞ্চম। তিনি শিকাগোর ওক পার্কে বেড়ে ওঠেন। তিনি ও তার বোন হেলেন আলেক্সোপোলস হাই স্কুলে 'ওকলাহোমা!' নাটকে অভিনয় করেছিলেন। হেলেন পরবর্তীকালে নিউ ইয়র্ক সিটি ব্যালের প্রধান নৃত্যশিল্পীদের একজন ছিলেন।[1]

তথ্যসূত্র

  1. কলিন্স, গ্লেন (১৭ জুলাই ১৯৮৯)। "An Actress Describes Her Life As a Man and as Other Actresses"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৮
  2. "Mary Elizabeth Mastrantonio Biography (1958-)"ফিল্ম রেফারেন্স (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৮
  3. "Limitless Cast: Mary Elizabeth Mastrantonio"সিবিএস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.