ম্যাক ওএস

ম্যাক ওএস (ইংরেজি: macOS;[2] পূর্বে ম্যাক ওএস এক্স এবং পরবর্তীতে ওএস এক্স) অ্যাপল নির্মিত গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেমের একটি ধারা। এটি ম্যাক কম্পিউটার পরিবারের প্রাথমিক অপারেটিং সিস্টেম। ল্যাপটপ, ডেস্কটপ, এবং হোম কম্পিউটার বাজারে ব্যবহারের পরিমাণের দিক থেকে মাইক্রোসফট উইন্ডোজের পরেই এর অবস্থান। [3][4]

ম্যাক ওএস
ডেস্কটপের ডার্ক মোডে ম্যাক ওএস
ডেভলপারঅ্যাপল ইনকর্পোরেটেড
প্রোগ্রামিং ভাষা
ওএস পরিবারম্যাকিন্টোশ, ইউনিক্স
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলক্লোজড সোর্স (কিছু ওপেন সোর্স উপাদানসহ)
প্রাথমিক মুক্তি২৪ মার্চ ২০০১ (2001-03-24)
মার্কেটিং লক্ষ্যপার্সোনাল কম্পিউটিং
ভাষাসমূহম্যাক ওএস সিয়েরা মোতাবেক: আরবি, ফ্রেঞ্চ, জার্মান, গ্রিক, হিব্রু, হাঙ্গেরিয়ান, ইন্দোনেশিয়ান, জাপানিজ, কোরিয়ান, মালয়, নরওয়েজিয়ান, পোলিশ, ইতালিয়, কাতালান, ক্রোয়েশিয়ান,চিনা, চিনা (সরলীকৃত) পর্তুগিজ (ব্রাজিল), পর্তুগিজ (পর্তুগাল), রোমানিয়ান, রাশিয়ান, স্লোভাক, স্প্যানিশ (ল্যাটিন আমেরিকা), স্প্যানিশ (স্পেন), সুইডিশ, থাই, তুর্কি, ইউক্রেনিয়ান, ভিয়েতনামিজ
হালনাগাদের পদ্ধতি
  • সিস্টেমের ভিত্তিতে (১০.১৪+)
  • ম্যাক এপ স্টোর (১০.৮-১০.১৩)
  • সফটওয়্যার আপডেট (১০.০-১০.৪)
প্ল্যাটফর্ম
  • এক্স৮৬-৬৪ (ম্যাক ওএস এক্স টাইগার–বর্তমান)
  • আইএ-৩২ (১০.৪.৪–১০.৬.৮; রহিত)
  • পাওয়ারপিসি (১০.০–১০.৫.৮; রহিত)
কার্নেলের ধরনহাইব্রিড (এক্সএনইউ)
ব্যবহারকারী ইন্টারফেসগ্রাফিকাল (একুয়া)
লাইসেন্সবাণিজ্যিক সফটওয়্যার, মালিকানাধীন সফটওয়্যার
পূর্বসূরীক্লাসিক ম্যাক ওএস
ওয়েবসাইটwww.apple.com/macos
সহায়তার অবস্থা
সমর্থিত

ম্যাক ওএস ম্যাকিন্টশ অপারেটিং সিস্টেমের দ্বিতীয় প্রধান সিরিজ। প্রথম সিরিজটি "ক্লাসিক" ম্যাক ওএস নামে পরিচিত, ১৯৮৪ সালে প্রকাশিত এ সিরিজের শেষ সংস্করণ প্রকাশিত হয় ১৯৯৯ সালে। প্রথম ডেস্কটপ সংস্করণ, ম্যাক ওএস এক্স ১০.০, প্রকাশিত হয় মার্চ ২০০১ সালে। এরপর থেকে ওএস এক্স ১০.৮ মাউন্টেন লায়ন পর্যন্ত নামে অ্যাপল তাদের সংস্করণগুলোর নাম বড় প্রজাতির বিড়ালের নামে রাখতে থাকে। ওএস এক্স ১০.৯ মাভারিক্স থেকে, ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানের নামে নামগুলো রাখা হয়। [5] ২০১২ সালে অ্যাপল সংক্ষিপ্ত করে নাম করে ওএস এক্স, ২০১৬ সালে আবার সে নাম পরিবর্তন করে রাখে ম্যাক ওএস, যেমনটা তাদের অন্য অপারেটিং সিস্টেমগুলোর নাম রাখা হয়: আইওএস, টিভিওএস, ওয়াচওএস। সর্বশেষ ম্যাক ওএস সংস্করণ ম্যাক ওএস মজেভা, জুন ২০১৮ সালে মুক্তি পায়।

তথ্যসূত্র

  1. "What's New in Swift"অ্যাপল ডেভেলপার (Video)। জুন ১৪, ২০১৬। At 2:40। আগস্ট ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১৬, ২০১৬
  2. Apple Events - WWDC Keynote June 2016। event occurs at 36:28। সেপ্টেম্বর ১১, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা
  3. "Desktop Operating System Market Share"। Net Applications। ডিসেম্বর ৩, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা
  4. "Top 8 Operating Systems from Sept 2011 to Aug 2015"। মে ২৬, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা
  5. হা, এন্থনি (জুন ১০, ২০১৩)। "ক্যালিফোর্নিয়ার জায়গার নামে ম্যাক ওএসের ভার্শনের নাম"। টেকক্রাঞ্চ। আগস্ট ১০, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৩, ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.