মোহনিশ বেহল

মোহনিশ বেহল (হিন্দি: मोहनीश बहल, জন্মঃ ১৪ আগস্ট ১৯৬১) হচ্ছেন ভারতের একজন অভিনেতা যিনি চলচ্চিত্র এবং টেলিভিশন দুই জায়গাতেই কাজ করেছেন। তার মা নূতন ভারতের খ্যাতিমান অভিনেত্রী ছিলেন, বাবা রজনীশ নৌবাহিনীর নাবিক ছিলেন।[2] মোহনিশ তার মার দিক দিকে খ্যাতিমান মুখার্জী-সমর্থ পরিবারের সদস্য।

মোহনিশ বেহল
জন্ম (1961-08-14) ১৪ আগস্ট ১৯৬১[1]
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৮২-বর্তমান
দাম্পত্য সঙ্গীএকতা সোহিনী
সন্তানপ্রনূতন বেহল এবং কৃষ্ণ বেহল
পিতা-মাতানূতন এবং রজনীশ বেহল
আত্মীয়মুখার্জী-সমর্থ পরিবার

১৯৮৩ সালের হিন্দি চলচ্চিত্র বেকারার দ্বারা মোহনিশ তার অভিনয় জীবন শুরু করেছিলেন, যদিও ১৯৮৯ সালের সালমান খান এবং ভাগ্যশ্রী অভিনীত চলচ্চিত্র ম্যানে পিয়ার কিয়া তার জীবন বদলিয়ে দেয়, তিনি এটিতে খল চরিত্রে ছিলেন।[3] চলচ্চিত্রটির সফলতা মোহনিশকে একটি পরিচিত অভিনেতা বানিয়ে দিয়েছিলো। শাহ রুখ খান এর চলচ্চিত্র দিওয়ানা (১৯৯২) তে তিনি ছিলেন, সূর্য বারজাত্যর হাম সাথ সাথ হ্যায় এবং হাম আপকে হ্যায় কন চলচ্চিত্রে তার চরিত্রগুলো স্মরণীয়।

তথ্যসূত্র

  1. "Mohnish Bahl"Rottentomatoes.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৭
  2. Salvi, Deepak (৪ আগস্ট ২০০৪)। "Actor Mohnish Bahl's father dies in fire"Rediff.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৭
  3. Vijayakar, By Rajiv (৮ জুলাই ২০১৫)। "When black was better than white: From heroes to hit villains"Bollywoodhungama.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.