মোন্তেরেই মেট্রো

মোন্তেরেই মেট্রো মেক্সিকোর নুয়েবো লেওনের মোন্তেররেই শহরকে সেবা প্রদানকারী লাইট রেল দ্রুত পরিবহন ব্যবস্থা। এটি মেক্সিকোর মেট্রো ব্যবস্থাগুলির মধ্যে নবীনতম। ১৯৯১ সালে এর কার্যক্রম শুরু হয়। ২০০৮ সালের তথ্য অনুযায়ী মেট্রোটিতে ৭০টি বৈদ্যুতিক ট্রেন চলাচল করে এবং এগুলি বছরে প্রায় সাড়ে সাত কোটি যাত্রী পরিবহন করে। [1]

সিস্তেমা দে ত্রান্সপোর্তে কোলেক্তিভো মেত্রোর্‌রে
তথ্য
অবস্থানমোন্তের্‌রে, নুয়েবো লেওন, মেক্সিকো
ধরনদ্রুত পরিবহন
লাইনের সংখ্যা
বিরতিস্থলের সংখ্যা২৮
কাজ
কাজ শুরু১৯৯১ (১নং লাইন)
১৯৯৪ (২নং লাইন)
প্রযুক্তি
লাইনের দৈর্ঘ্য২৩ কিলোমিটার (১৪ মাইল)

তথ্যসূত্র

  1. "INEGI"। INEGI। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২৯

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.