মোতি মসজিদ (লালকেল্লা)

মোতি মসজিদ (হিন্দি: मोटी मस्जिद, উর্দু: موٹی مسجد) মার্বেল পাথর দ্বারা নির্মিত একটি সুবৃহৎ মসজিদ। এটি ভারতের রাজধানী দিল্লীর রেড ফোর্ট প্রাঙ্গণে অবস্থিত।[1] মুঘল সম্রাট আওরঙ্গজেব আনুমানিক ১৬৫৯-১৬৬০ সালে এটি নির্মাণ করিয়েছিলেন।

একটি সিরিজের অংশ
মসজিদ

স্থাপত্য
স্থাপত্য স্টাইল
মসজিদের তালিকা
অন্যান্য

১৬৪৫ সালে আওরঙ্গজেবের পিতা সম্রাট শাহজাহান একই নামে আরেকটি মসজিদ নির্মাণ করিয়েছিলেন বর্তমান পাকিস্তানের লাহোরে অবস্থিত লাহোর দুর্গ প্রাঙ্গণে।

গ্যালারী

তথ্যসূত্র

  1. "Moti Masjid of Red Fort - World Heritage Site - Archaeological Survey of India." Archaeological Survey of India (ASI). N.p., n.d. Web. 8 Feb. 2014.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.