আদিনা মসজিদ

আদিনা মসজিদ মালদহে অবস্থিত। এটি সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে তৈরি। এটি তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ।[1]

একটি সিরিজের অংশ
মসজিদ

স্থাপত্য
স্থাপত্য স্টাইল
মসজিদের তালিকা
অন্যান্য

অবস্থান

পুরাতন মালদহ শহর থেকে ২০কিলমিটার দূরে ৩৪ নং জাতীয় সড়কের পাশে অবস্থিত। এর বিপরীতে আছে আদিনা মৃগদাব।

গঠন

এই মসজিদ উত্তর-দক্ষিণে ৫২৪ ফুট লম্বা ও ৩২২ ফুট চওড়া। এতে ২৬০টি থাম ও ৩৮৭টি গম্বুজ আছে। এই মসজিদের কিছু উপাদান অমুসলিম শিল্পরীতি থেকে নেওয়া বলে মনে করা হয়।

সাঁওতাল বিদ্রোহ

ইংরেজ শাসনকালে জীতুর নেতৃত্বে সাঁওতালরা বিদ্রোহ করে। কিন্তু দ্রুততার সাথে তৎকালীন ভুস্বামী এই বিদ্রোহ দমন করেন।

আরো দেখুন

মালদহ জেলা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.