মুহাম্মদ নজিব আর-রুবাই
মুহাম্মদ নজিব আর রুবাই (আরবি: محمد نجيب الربيعي) (also spelled Al-Rubai) (১৯০৪-১৯৬৫) ছিলেন ইরাকের প্রথম রাষ্ট্রপতি। তিনি ১৯৫৮ সালের ১৪ জুলাই থেকে ১৯৬৩ সালের ৮ ফেব্রুয়ারি দায়িত্বপালন করেন।[1]
মুহাম্মদ নজিব আর রুবাই | |
---|---|
![]() | |
ইরাকের প্রথম রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ১৪ জুলাই ১৯৫৮ – ৮ ফেব্রুয়ারি ১৯৬৩ | |
প্রধানমন্ত্রী | আবদুল করিম কাসেম |
পূর্বসূরী | দ্বিতীয় ফয়সাল (ইরাকের সর্বশেষ রাজা) |
উত্তরসূরী | আবদুস সালাম আরিফ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯০৪ |
মৃত্যু | ১৯৬৫ বাগদাদ, ইরাক |
জাতীয়তা | ইরাকি |
পেশা | ইরাকের রাষ্ট্রপতি (১৯৫৮-৬৩) |
ধর্ম | ইসলাম |
১৯৫৮ সালে সংঘটিত অভ্যুত্থানে তিনি ও আবদুল করিম কাসেম অন্যতম নেতা ছিলেন।[2] এই বিদ্রোহে রাজা দ্বিতীয় ফয়সাল, ইরাক ক্ষমতাচ্যুত হন। ১৯৫৯ সালের ৭ অক্টোবর বিশ বছর বয়সী সাদ্দাম হোসেন তাকে হত্যার ব্যর্থ চেষ্টা চালান।
আবদুল করিম কাসেম প্রধানমন্ত্রী হওয়ার পর অধিকাংশ ক্ষমতা তার হাতে নেন। রুবাই রাষ্ট্রপ্রধান ও সার্বভৌমত্ব কাউন্সিলের চেয়ারম্যান হন। এই কাউন্সিলে প্রত্যেক সম্প্রদায় থেকে প্রতিনিধি ছিল। রুবাই সুন্নি সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন।
১৯৬৩ সালে আবদুস সালাম আরিফের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে কাসেম ক্ষমতাচ্যুত হন। আর রুবাই রাজনীতি থেকে অবসর নেন। তিনি ১৯৬৫ সালে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
- Cahoon, Ben (২০০০)। "Iraq - Chronology" (web)। worldstatesmen.org। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-২৫।
- "Iraq PROFILE"। U.S. Department of State। ২০০৮-০৫-১৬ তারিখে মূল (web) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-২৫।
পূর্বসূরী দ্বিতীয় ফয়সাল (ইরাকের রাজা) |
ইরাকের রাষ্ট্রপতি ১৪ জুলাই ১৯৫৮ – ৮ ফেব্রুয়ারি ১৯৬৩ |
উত্তরসূরী আবদুস সালাম আরিফ |