মুহাম্মদ: দ্য লাস্ট প্রফেট
মুহাম্মদ: দ্য লাস্ট প্রফেট (ইংরেজি: Muhammad: The Last Prophet, অনুবাদ 'মুহাম্মদ: সর্বশেষ নবী') রিচার্ড রিচ পরিচালিত ২০০২-এর একটি অ্যানিমেশনকৃত কুরআনিক মহাকাব্যিক চলচ্চিত্র।[1] চলচ্চিত্রটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সীমিত কিছু সিনেমা হলে মুক্তি পায়। এই ছবিটি ইসলাম ও মুহম্মদের প্রাথমিক দিনগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। এতে নবী মুহাম্মদ-এর নবুয়াতকালীন প্রাথমিক সময় থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত ঘটনাবলি তুলে ধরা হয়েছে।
মুহাম্মদ: দ্য লাস্ট প্রফেট | |
---|---|
![]() মুহাম্মদ: দ্য লাস্ট প্রফেট জন্য প্রচারমূলক চলচ্চিত্র পোস্টার | |
পরিচালক | রিচার্ড রিচ |
প্রযোজক | টেরি এল. নস টমাস জে. টবিন মওফাক এল-হাথী |
রচয়িতা | ব্রায়ান নিসসেন |
শ্রেষ্ঠাংশে | এলি আলেম নিকোলাস কাদি |
বর্ণনাকারী | ব্রায়ান নিসসেন |
সুরকার | উইলিয়াম কিড |
সম্পাদক | জো ক্যাম্পানা |
প্রযোজনা কোম্পানি | রিচ ক্রেস্ট এনিমেশন স্টুডিও |
পরিবেশক | ফাইন মিডিয়া গ্রুপ বদর ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ৯৫ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি এবং আরবি |
তথ্যসূত্র
- Moving images of the Islamic experience LA Times, retrieved 27 November 2013
বহিঃসহযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মুহাম্মদ: দ্য লাস্ট প্রফেট
(ইংরেজি) - অলমুভিতে মুহাম্মদ: দ্য লাস্ট প্রফেট (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.