মুশারফ হোসেন খান (একাডেমিক)

মুশারফ হোসেন খান ( জন্ম: ১ জুলাই ১৯৩৩) একজন প্রাক্তন বাংলাদেশী উপাচার্য[1] বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৫ম উপাচার্য ছিলেন তিনি।[2]

মুশারফ হোসেন খান
৫ম উপাচার্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
১৯৮৭  ১৯৯১
পূর্বসূরীআব্দুল মতিন পাটোয়ারি
উত্তরসূরীমুহাম্মদ শাহজাহান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1933-07-17) ১৭ জুলাই ১৯৩৩
গখুলনগর, ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি , ব্রিটিশ ভারত
প্রাক্তন শিক্ষার্থীঢাকা কলেজ
আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ
টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়
পেশাউপাচার্য

শিক্ষা

খান ১৯৪৯ সালে রাজনন্দগাঁওয়ের স্টেট হাই স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৫১ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৫৫ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যন্ত্রকৌশল বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন ১৯৬২ এবং ১৯৬৪ সালে।[1]

কর্মজীবন

১৯৫৬ সালের ডিসেম্বর মাসে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ এর প্রভাষক হিসাবে যোগ দিয়েছিলেন। তিনি ১৯৮৭ সালের এপ্রিল থেকে ১৯৯১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ছিলেন। তিনি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য হিসাবেও দায়িত্ব পালন করেন।[1]

তথ্যসূত্র

  1. "প্রফেসর মুশারফ হোসেন খান"। buet.ac.bd। ১৮ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৬
  2. "উপাচার্য তালিকা"। buet.ac.bd। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.