মুহাম্মদ শাহজাহান

মুহাম্মদ শাহজাহান (২ জানুয়ারী ১৯৩৯ - ২০ সেপ্টেম্বর ২০০০) একজন বাংলাদেশী উপাচার্য [1] ।তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ৬ষ্ঠ উপাচার্য ছিলেন।

মুহাম্মদ শাহজাহান
৬ষ্ঠ উপাচার্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
১৯৯১  ১৯৯৬
পূর্বসূরীমুশারফ হোসেন খান
উত্তরসূরীইকবাল মাহমুদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৯-০১-০৩)৩ জানুয়ারি ১৯৩৯
ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি , ব্রিটিশ ভারত
মৃত্যু২০ সেপ্টেম্বর ২০০০(2000-09-20) (বয়স ৬১)
ঢাকা বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাপি এইচ ডি( সিভিল ইঞ্জিনিয়ারিং)
প্রাক্তন শিক্ষার্থী
পেশাউপাচার্য

শিক্ষা

শাহজাহান ১৯৫৪ সালে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং ১৯৫৬ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। এরপর ১৯৬০ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬৩ সালে কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর । ১৯৭০ সালে স্ট্রাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ।[1]

কর্মজীবন

শাহজাহান ১৯৬০ সালের অক্টোবরে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (পরবর্তী নাম বুয়েট) প্রভাষক হিসাবে যোগ দিয়েছিলেন। তিনি ১৯৯১ সালের এপ্রিল থেকে নভেম্বর ১৯৯৬ পর্যন্ত বুয়েটের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষক-কর্মচারী আন্দোলনে তার দ্বিতীয় মেয়াদে কেটে দেওয়া হয়েছিল [2] । জানুয়ারী 2000 এ বুয়েট থেকে অবসর গ্রহণ।[1]

মৃত্যু

শাহজাহান ২০ শে সেপ্টেম্বর, ২০০০ সালে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এ মারা যান।[1]

তথ্যসূত্র

  1. "প্রফেসর মোহাম্মদ শাহজাহান"। buet.ac.bd। ফেব্রুয়ারি ২০, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৩, ২০১৬
  2. Nizamuddin Ahmed (জুলাই ১৫, ২০১২)। "অসঙ্গতির নাম বুয়েট"The Daily Star। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.