মুজিবুল হক চুন্নু
মুজিবুল হক চুন্নু (১ সেপ্টেম্বর ১৯৫৩) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।[1][2][3] তিনি জাতীয় পার্টির নেতা হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
মুজিবুল হক চুন্নু | |
---|---|
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১২ জানুয়ারি ২০১৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | তাড়াইল, কিশোরগঞ্জ | ১ সেপ্টেম্বর ১৯৫৩
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
দাম্পত্য সঙ্গী | রোকসানা কাদের (বি. ১৯৮২) |
শিক্ষা | এল.এল.এম. |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | আইনজীবী |
কর্মজীবন
চুন্নু ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।[4][5] মহাজোট প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন।[6] ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ৬২ হাজার ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হন।[7]
তথ্যসূত্র
- লেনিন, সাইফউদ্দীন আহমেদ (১৫ ডিসেম্বর ২০১৮)। "উন্নয়নের অঙ্গীকার মুজিবুল হক চুন্নুর"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- "গৃহকর্মীর কর্মঘণ্টাও ৮ ঘণ্টা: মুজিবুল হক চুন্নু"। বাংলা ট্রিবিউন। অক্টোবর ২৩, ২০১৬। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- "বিবিএসের জরিপে দেশে বেকার সংখ্যা ২৬ লাখ: প্রতিমন্ত্রী"। দৈনিক সমকাল। ৪ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- ইসলাম, ফখরুল; মোল্লা, সাইফুল হক (৫ জানুয়ারি ২০১৪)। "প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জয়ী"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.