মুআল্লাকা

"'মুআল্লাক্বা'" (আরবি: المعلقات) হচ্ছে আরবি জাহেলি যুগের এক উল্লেখযোগ্য কাব্য সংকলন।[1] তৎকালীন আরবে উকাজ এর মেলা খুব প্রসিদ্ধ ছিল। এই মেলাই কবিরা তাদের কবিতা শোনাতেন। যে কবিতাটি সব থেকে ভালো হত সেই কবিতাটি সোনার হরফে লিখে পবিত্র মক্কার কাবার দরজায় টাঙিয়ে দেওয়া হত। যেহেতু এগুলো টাঙিয়ে রাখা হত তাই এর নাম রাখা হয় মুআল্লাক্বা[1] এই কবিতাগুলো কবি হাম্মাদ আর রাবিয়া আব্বাসি যুগ এ সংকলন করেন।

মুআল্লাক্বার কবিগণ

[2]

তথ্যসূত্র

  1. "Al-Muʿallaqāt"
  2. Tarikhul adab AL arabi by Ahmad Hasan zaiyaat, আইএসবিএন ৯৯৫৩-৮৫-০০৯-৭.
  1. তারিখুল আদাব আরবি (আহমাদ হাসান যাইয়াত
  2. আরবি আদাব কি তারিখ (মহম্মদ কাযেম)
  3. A Literary History of The Arabs (R.A.Nicholson)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.