মিজানুর রহমান সাঈদ
মুফতি মিজানুর রহমান সাঈদ বাংলাদেশের ইসলামিক পণ্ডিত। [1][2][3] তিনি ফতোয়াবিদ হিসাবে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচিত পাঁচজন ওলামার একজন ছিলেন। [4][5]
মিজানুর রহমান সাঈদ | |
---|---|
ধর্মীয় জীবন | |
ওয়েবসাইট | muftimizan |
শিক্ষা
মিজানুর রহমান জামিয়া আশরাফিয়া ফুলগাজী, ফেনী থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি আল-জামিয়াহ আল-ইসলামিয়া পটিয়া এবং আল-জামায়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলামে মাধ্যমিক শিক্ষা অর্জন করেন। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর মিজানুর রহমান উচ্চশিক্ষার জন্য দারুল উলুম করাচি যান। সেখানে তিনি দাওরা-এ-হাদীস অধ্যয়ন করেন এবং ইসলামি আইন ও ফিকহ শাস্ত্রে বিশেষত্ব লাভ করেন। আল-ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়, রিয়াদ থেকে আরবি সাহিত্যে ডিপ্লোমাও অর্জন করেন। [6]
পেশা
মিজানুর রহমান সাঈদ ফেনীর ফারুকী ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তিনি কয়েক বছর ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ এর শিক্ষা সচিব হিসেবে কাজ করেন। [7][8] ২৬ জানুয়ারী ২০১২ তারিখে মুফতি মিজান শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে মুফতি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি আল-মাদ্রাসাতুল আরবীয়া বাইতুসসালাম, উত্তরা, ঢাকা এর শাইখুল হাদীস হিসেবে হিসেবে দায়িত্ব পালন করছেন।[6]
তথ্যসূত্র
- Hafez Ahmed @ http://www.daily-sun.com। "First Page | Punishment on fatwa a criminal offence, say amici curiae"। daily sun। সংগ্রহের তারিখ ২০১২-০৯-৩০।
- "Fatwa has no legal basis, says lawyer on HC's Fatwa Verdict | Priyo News"। News.priyo.com। ২০১৫-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৯-৩০।
- "Islamic scholars favour fatwa, decry its abuse | bdtodaynews.com"। En.bdtodaynews.com। ২০১১-০৪-২৮। ২০১১-০৪-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৯-৩০।
- "IFB appoints 5 ulema as fatwa interpreters"। Banglanews24.com। ২০১১-০৩-১৯। ২০১৩-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৯-৩০।
- "Let fatwa prevail"। Thedailystar.net। ২০১১-০৪-২৮। সংগ্রহের তারিখ ২০১২-০৯-৩০।
- "মুহতামীম"। Muftimizan.com। ২০১৩-০১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৯-৩০।
- "Law and Our Rights"। Thedailystar.net। সংগ্রহের তারিখ ২০১২-০৯-৩০।
- "New Age | Newspaper"। Newagebd.com। সংগ্রহের তারিখ ২০১২-০৯-৩০।