মিচেল স্যান্টনার

মিচেল জোসেফ স্যান্টনার (জন্ম: ৫ ফেব্রুয়ারি, ১৯৯২) ওয়াইকাতোর হ্যামিল্টনে জন্মগ্রহণকারী উদীয়মান নিউজিল্যান্ডীয় ক্রিকেটারনিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টস ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলেন। মিচেল স্যান্টনার বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ধীরগতিতে বামহাতে অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী।

মিচেল স্যান্টনার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমিচেল জোসেফ স্যান্টনার
জন্ম (1992-02-05) ৫ ফেব্রুয়ারি ১৯৯২
হ্যামিল্টন, ওয়াইকাতো, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাঅল-রাউন্ডার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১-বর্তমাননর্দার্ন ডিস্ট্রিক্টস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ২০ ১৮
রানের সংখ্যা ৮৩১ ৫০৫ ৭৬
ব্যাটিং গড় ২৭.৭০ ২৮.০৫ ২৫.৩৩
১০০/৫০ ২/৫ ০/৩ ০/০
সর্বোচ্চ রান ১১৮ ৮৬ ১৯
বল করেছে ২,৫৫১ ৮৩৮ ১৮০
উইকেট ২৫ ২০
বোলিং গড় ৫৫.৬০ ৩১.১০ ৪৫.৭৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৩/৫১ ৩/৭০ ১/২৪
ক্যাচ/স্ট্যাম্পিং ২২/- ১১/- ২/-
উৎস: Cricinfo, ৫ এপ্রিল ২০১৫

খেলোয়াড়ী জীবন

এপ্রিল, ২০১৫ সালে নিউজিল্যান্ডের একদিনের আন্তর্জাতিকটুয়েন্টি২০ আন্তর্জাতিক দলের সদস্যরূপে ইংল্যান্ড সফরে খেলার জন্য মনোনীত হন।[1] দলের অন্যতম সদস্য অ্যাডাম মিলেন আঘাত পাওয়ায় তার পরিবর্তে মিচেল স্যান্টনার স্থলাভিষিক্ত হন।[2]

৯ জুলাই, ২০১৫ তারিখে জিম্বাবুয়ে সফরে দলের সদস্য হিসেবে তাকে অন্তর্ভুক্ত করা হয়।[3] কিন্তু বৃদ্ধাঙ্গুলের আঘাতপ্রাপ্তির কারণে আগস্ট, ২০১৫ সালে জিম্বাবুয়ে সফর থেকে বাদ দেয়া হয় ও তার পরিবর্তে জর্জ ওয়ার্কারকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য নিউজিল্যান্ড দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।[4]

তথ্যসূত্র

  1. "Guptill, Henry in NZ Test squad for England"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৫
  2. "Adam Milne ruled out of one-day series"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৫
  3. "McCullum, Southee rested for Africa tour"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫
  4. "Santner out of Africa tour with fractured thumb"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.