মাহমুদ হাসান

অধ্যাপক মাহমুদ হাসান একজন বাংলাদেশি চিকিৎসক যিনি ২০১৭ সালে সমাজসেবায় একুশে পদক লাভ করেন।[3][4]

মাহমুদ হাসান
জাতীয়তা পাকিস্তানী (১৯৪৭-১৯৭১)
বাংলাদেশী (১৯৭১-)
নাগরিকত্ববাংলাদেশ
পেশাচিকিৎসক (সমাজসেবা),[1] শিক্ষকতা
পুরস্কারএকুশে পদক (২০১৭)[2]

জন্ম ও প্রাথমিক জীবন

শিক্ষাজীবন

কর্মজীবন

অধ্যাপক হাসান চিকিৎসক হিসাবে বঙ্গবন্ধু চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তিনি ২০১১-২০১৩ সালে দুই বছর মেয়াদে বাংলাদেশ ফিজিশিয়ানস ও সার্জনস কলেজের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দুই বার বাংলাদেশ মেডিকের এসোশিয়েশনের সভাপতি নির্বাচিত হন।[5]

বিশেষ অবদান

রচনা

পারিবারিক জীবন

পুরস্কার ও সম্মননা

চিকিৎসক হিসাবে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১৭ সালে একুশে পদক লাভ করেন।[1][2]

আরও দেখুন

  • বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস

তথ্যসূত্র

  1. বাসস (২০ ফেব্রুয়ারি ২০১৭)। "একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী"। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা)। ২০১৭-০২-২৮ তারিখে মূল (HTML) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭
  2. ইকবাল, দিদারুল (২২ ফেব্রুয়ারি ২০১৭)। "একুশে পদক প্রদান করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী" (HTML)। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭
  3. "জামিলুর রেজা-সারা যাকেরসহ ১৭ জন পাচ্ছেন একুশে পদক"। বাংলানিউজ২৪.কম।
  4. "সমাজসেবায় একুশে পদক পেয়েছেন অধ্যাপক ডা. মাহমুদ হাসান"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭
  5. উদ্দিন, ডা. মুহাম্মদ হেলাল। "প্রফেসর ডা. মাহমুদ হাসান"। ২০১৭-০৪-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.