মার্থা হাইয়ার
মার্থা হাইয়ার (ইংরেজি: Martha Hyer; ১০ আগস্ট ১৯২৪ - ৩১ মে ২০১৪)[1] ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি সাম কেম রানিং (১৯৫৮) চলচ্চিত্রে গোয়েন ফ্রেঞ্চ চরিত্রে অভিনয় করে সর্বাধিক খ্যাতি অর্জন করেন। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[2] তার আত্মজীবনী ফাইন্ডিং মাই ওয়ে: আ হলিউড মেমোইয়ার ১৯৯০ সালে প্রকাশিত হয়।[3]

১৯৫৪ সালে মার্থা হাইয়ার
প্রারম্ভিক জীবন
হাইয়ার ১৯২৪ সালের ১০ই আগস্ট টেক্সাসের ফোর্ট ওয়ার্থে এক ধনাট্য পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জুলিয়েন ক্যাপার্স হাইয়ার (১৮৯৪-১৯৭৪) ছিলেন একজন অ্যাটর্নি ও বিচারক। তিনি নুরেমবার্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধপরাধীদের বিচারক ছিলেন।[1] তার মাতা আইনেস রেবেকা (জন্মনাম: বার্নহার্ট, ১৮৯২-১৯৬৯)। তিন বোনের মধ্যে তিনি মেজ, তার বড় বোন আইনেস অ্যান (১৯২০-২০১৪) এবং ছোট বোন জিন (জ. ১৯২৮)।
তথ্যসূত্র
- "Martha Hyer - obituary"। দ্য টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। ১২ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৮।
- "Martha Hyer: Actress best known for her Oscar-nominated role as the"। দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ২৭ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৮।
- ওয়ালিস, মার্থা হাইয়ার (১৯৯০)। Finding My Way। নিউ ইয়র্ক: হারপার কলিন্স। আইএসবিএন 0-06-250938-1।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে মার্থা হাইয়ার সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- অলমুভিতে মার্থা হাইয়ার (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মার্থা হাইয়ার
(ইংরেজি) - টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে মার্থা হাইয়ার
(ইংরেজি) - ফাইন্ড এ গ্রেইভে মার্থা হাইয়ার (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.