মার্কিন যুক্তরাষ্ট্রে সময়

আমেরিকা যুক্তরাষ্ট্রএর সময় আইন অনুসারে নয়টি সময় অঞ্চলএ ভাগ করা হয়েছে। দেশের বেশীরভাগ অঞ্চলে দিবালোক সংরক্ষণ সময় মেনে চলা হয়। এই সময় অঞ্চলসমূহের সীমা এবং দিবালোক সংরক্ষণ সময়ের নীতি-নিয়ম আমেরিকা যুক্তরাষ্ট্রের পরিবহণ বিভাগএর অধীনে পরিচালিত হয়।

আমেরিকা যুক্তরাষ্ট্র মানচিত্র ও ২ এপ্রিল, ২০০৬-এর থেকে ১১ মার্চ, ২০০৭-পর্যন্ত প্রচলিত প্রধান সময় অঞ্চলসমূহ। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, কিয়োনো ইণ্ডিয়ানা রাজ্যের কেইবাখনো কাউণ্টি এই কেন্দ্রীয় সময় অঞ্চলের সঙ্গে পূর্ব সময় অঞ্চলের অন্তর্গত।

সময় অঞ্চলসমূহ

আমেরিকা যুক্তরাষ্ট্রের নয়টি সময় অঞ্চল হল: পূর্ব-পশ্চিমে আটলান্টিক মান সময় (Atlantic Standard Time, AST), পূর্ব মান সময় (Eastern Standard Time, EST), কেন্দ্রীয় মান সময় (Central Standard Time, CST), পর্বতীয় মান সময় (Mountain Standard Time, MST), প্রশান্ত মান সময় (Pacific Standard Time, PST), আলাস্কা মান সময় (Alaskan Standard Time, AKST), হাওয়াই-আলুয়েশিয়ান মান সময় (Hawaii-Aleutian Standard Time, HST), সামোয়া মান সময় (Samoa standard time, ইউ টি চি −১১) এবং সামরো মান সময় (Chamorro Standard Time, ইউ টি চি +১০)। সময় অঞ্চলভেদের সীমা এতে পাওয়া যায় ।

আমেরিকার মূল ভূ-খণ্ডে ব্যবহৃত সময় অঞ্চলসমূহ

কেন্টাকির ওয়েইন কাউণ্টিতে প্রবেশপথে পূর্ব সময় অঞ্চলে প্রবেশ করার ফলক দেখা যাচ্ছে

পূর্ব-পশ্চিমে, আমেরিকার মূল ভূ-খণ্ডে ব্যবহার করা সময় অঞ্চলসমূহ:

  • পূর্ব মান সময় অঞ্চল: (EST; ইউ টি চি −০৫; Zone R), আটলান্টিক উপকূল ও ওহিয় উপত্যকার পূর্বের তিনভাগের দুভাগ এই সময় অঞ্চলের অন্তর্গত।
  • কেন্দ্রীয় মান সময় অঞ্চল: (CST; ইউ টি সি −০৬; Zone S), আমেরিকা উপসাগর উপকূল, মিসিসিপি উপত্যকা,ও গ্রেট প্লেইনস্ এই সময় অঞ্চলের অন্তর্গত।
  • পর্বতীয় মান সময় অঞ্চল: (MST; ইউ টি সি −০৭; Zone T), রকি পর্বতমালা অঞ্চল এর অন্তর্গত।
  • প্রশান্ত মান সময় অঞ্চল: (PST; ইউ টি সি −০৮; Zone U), প্রশান্ত উপকূল আর নেভাডা এই সময় অঞ্চলের অন্তর্গত।

মূল ভূ-খণ্ডের বাইরের রাজ্যে ব্যবহৃত সময় অঞ্চলসমূহ

  • আলাস্কা মান সময় অঞ্চল: (AKST; ইউ টি সি −০৯; Zone V), আলাস্কা রাজ্যের বেশীভাগ অঞ্চল এই সময় অঞ্চলের অন্তর্গত।
  • হাওয়াই-আলুয়েশিয়ান মান সময় অঞ্চল: (বা আধিকারিকভাবে হাওয়াই মান সময়, Hawaii Standard Time: HST) (HAST; ইউ টি সি −১০; zone W), হাওয়াই রাজ্য ও আলুয়েশিয়ান দ্বীপপুঞ্জএর অধিকাংশ এই সময় অঞ্চলের অন্তর্গত।

রাজ্যের বাইরের সময় অঞ্চলসমূহ

  • আটলান্টিক মান সময় অঞ্চল: (AST; ইউ টি সি −০৪; Zone Q), পুয়ের্তো রিকোআমেরিকা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ এর অন্তর্গত।
  • সামোয়া মান সময় অঞ্চল (SST; ইউ টি সি −১১; Zone X), আমেরিকান সামোয়া এই সময় অঞ্চলের অন্তর্গত।
  • সামারো মান সময় অঞ্চল: (ChST; ইউ টি সি +১০; Zone K), গুয়ামউত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ এর অন্তর্গত।

ক্ষুদ্র দূরবর্তী দ্বীপসমূহ

আমেরিকা যুক্তরাষ্ট্রের কিছু ক্ষুদ্র দূরবর্তী দ্বীপে উপরত বহিরে আন বেলেগ সময় অঞ্চল ব্যৱহার করে। বেকার দ্বীপহাউল্যাণ্ড দ্বীপ ইউ টি সি−১২-র অন্তর্গত, আনহাতে ওয়েক দ্বীপ ইউ টি সি +১২-র অন্তর্গত। উদাহরণ স্বরূপ, বেকার দ্বীপ ও হাউল্যাণ্ড দ্বীপে বুধবার দুপুর ১২টা বাজলে ওয়েক দ্বীপে বৃহস্পতিবার দুপুর ১২টা বাজবে। আন্তর্জাতিক তারিখ রেখার পরস্পর বিপরীত ভাগে এই দ্বীপটির অবস্থানই হল এর কারণ। অন্য দূরবর্তী দ্বীপসমূহ হল: জার্ভিশ দ্বীপ, মিডওয়ে এটোল, পালম্যরা এটোলকিংমেন রিফ্ (ইউ টি সি −১১); জনষ্টোন এটোল (ইউ টি সি −১০); আর নাভাসা দ্বীপ, বাজোনুয়েভো ব্যাঙ্ক ও চেরানিলা ব্যাঙ্ক (ইউ টি সি −০৫)।

দিবালোক সংরক্ষণ সময়

আমেরিকা যুক্তরাষ্ট্রে দিবালোক সংরক্ষণ সময় প্রথম বারের জন্য পালন করা হয় ১৯১৮ সালে। বর্তমানে দেশের অধিকাংশ অঞ্চলে দিবালোক সংরক্ষণ সময় মেনে চলা হয়। এর ব্যতিক্রম হল অ্যারিজোনাহাওয়াই রাজ্য, সঙ্গে পুয়ের্তো রিকো, আমেরিকান সামোয়া, গুয়াম, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জআমেরিকা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ

১৯৮৭ থেকে ২০০৬ সাল অব্দি , আমেরিকা যুক্তরাষ্ট্রে দিবালোক সংরক্ষণ সময় এপ্রিল মাসের প্রথম রবিবার থেকে আরম্ভ করে অক্টোবর মাসের অন্তিম রবিবার শেষ হয়েছিল। শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে, শক্তি নীতি আইন, ২০০৫ অনুযায়ী ২০০৭ সাল থেকে দিবালোক সংরক্ষণ সময় একমাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে এটি মার্চ মাসের দ্বিতীয় রবিবার থেকে আরম্ভ করে নভেম্বর মাসের প্রথম রবিবারে শেষ হয়।[1] স্থানীয় সময় পূর্ণ ২ ঘটিকায় দিবালোক সংরক্ষণের জন্য সময় শুরু করা হয়।

১৯১৮ সালে প্রথম বারের জন্য দিবালোক সংরক্ষণ সময় পালন করার সময়ে যুক্তরাষ্ট্র ক্যাপিটলে থাকা ওহিয় ঘড়িটির সময় এগিয়ে দেওয়ার দৃশ্য
দিবালোক সংরক্ষণ সময় - আরম্ভ ও সমাপ্তির তারিখ
বছর আরম্ভ সমাপ্তি
২০০৭ ১১ মার্চ ৪ নভেম্বর
২০০৮ ৯ মার্চ ২ নভেম্বর
২০০৯ ৮ মার্চ ১ নভেম্বর
২০১০ ১৪ মার্চ ৭ নভেম্বর
২০১১ ১৩ মার্চ ৬ নভেম্বর
২০১২ ১১ মার্চ ৪ নভেম্বর
২০১৩ ১০ মার্চ ৩ নভেম্বর
২০১৪ ৯ মার্চ ২ নভেম্বর
২০১৫ ৮ মার্চ ১ নভেম্বর
২০১৬ ১৩ মার্চ ৬ নভেম্বর
২০১৭ ১২ মার্চ ৫ নভেম্বর
২০১৮ ১১ মার্চ ৪ নভেম্বর
২০১৯ ১০ মার্চ ৩ নভেম্বর
২০২০ ৮ মার্চ ১ নভেম্বর
২০২১ ১৪ মার্চ ৭ নভেম্বর
২০২২ ১৩ মার্চ ৬ নভেম্বর
২০২৩ ১২ মার্চ ৫ নভেম্বর
২০২৪ ১০ মার্চ ৩ নভেম্বর
২০২৫ ৯ মার্চ ২ নভেম্বর

রাজ্যসমূহে ব্যবহৃত সময় অঞ্চলসমূহের তালিকা

রাজ্য
(বা বিশেষ অঞ্চল)
সময় অঞ্চল
দি স স
মান সময়
আলাবামাইউ টি চি−০৫:০০ ET
ইউ টি সি−০৬:০০ CT
হ্যাঁ
  • রাজ্যের অধিকাংশ: ইউ টি সি−০৬:০০ CST কেন্দ্রীয় মান সময়
  • ফিনিক্স নগর: ইউ টি সি−০৫:০০ EST পূর্ব মান সময় (অনাধিকারিক ভাবে)
আলাস্কা ইউ টি সি−০৯:০০
ইউ টি সি−১০:০০
হ্যাঁ
  • রাজ্যের অধিকাংশ: ইউ টি সি−09 AKST আলাস্কা মান সময়
  • আলুয়েশিয়ান দ্বীপপুঞ্জ (১৬৯°৩০' পশ্চিমের পশ্চিমে): ইউ টি সি−১০:০০ দি স স সাথে HST হাওয়াই-আলুয়শিয়ান মান সময়
আমেরিকান সামোয়াইউ টি সি−১১:০০নাসামোয়া মান সময়
অ্যারিজোনা ইউ টি সি−০৭:০০ MT আংশিক পর্বতীয়।
নাভাজো নেশনের বাইরে অ্যারিজোনার অন্য অংশে দিবালোক সংরক্ষণ সময় মেনে চলা হয় না।
আরকানসোইউ টি সি−০৬:০০ CTহ্যাঁকেন্দ্রীয় মান সময়
ক্যালিফোর্ণিয়াইউ টি সি−০৮:০০ PTহ্যাঁপ্রশান্ত মান সময়
কলোরাডোইউ টি সি−০৭:০০ MTহ্যাঁপর্বতীয় মান সময়
কানেকটিকাটইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
ডেলাওয়েরইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
ফ্লোরিডা ইউ টি সি−০৫:০০ ET
ইউ টি সি−০৬:০০ CT
হ্যাঁ
  • রাজ্যের অধিকাংশ: ইউ টি সি−০৫:০০ EST পূর্ব মান সময়
  • কিছু অংশ: ইউ টি সি−০৬:০০ CST কেন্দ্রীয় মান সময়
জর্জিয়াইউ টি চি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
গুয়ামইউ টি সি+১০:০০নাসামারো মান সময়
হাওয়াইইউ টি সি−১০:০০নাহাওয়াইয়ে মান সময়
আইডাহো ইউ টি চি−০৭:০০ MT
ইউ টি সি−০৮:০০ PT
হ্যাঁ
  • রাজ্যের অধিকাংশ: ইউ টি সি−০৭:০০ MST পর্বতীয় মান সময়
  • কিছু অংশ: ইউ টি সি−০৮:০০ PST প্রশান্ত মান সময়
ইলিনয়ইউ টি সি−০৬:০০ CTহ্যাঁকেন্দ্রীয় মান সময়
ইণ্ডিয়ানা ইউ টি সি−০৫:০০ ET
ইউ টি সি−০৬:০০ CT
হ্যাঁ
  • রাজ্যের অধিকাংশ: ইউ টি সি−০৫:০০ EST পূর্ব মান সময়
  • কিছু অংশ: ইউ টি সি−০৬:০০ CST কেন্দ্রীয় মান সময়
আয়োবাইউ টি সি−০৬:০০ CTহ্যাঁকেন্দ্রীয় মান সময়
কেনচাচ ইউ টি চি−০৬:০০ CT
ইউ টি সি−০৭:০০ MT
হ্যাঁ
  • রাজ্যের অধিকাংশ: ইউ টি সি−০৬:০০ CST কেন্দ্রীয় মান সময়
  • গ্রীলি, হ্যামিল্টন, চারমেন ও ওয়েলেস কাউণ্টি: ইউ টি সি−০৭:০০ MST পর্বতীয় মান সময়
কেন্টাকি ইউ টি সি−০৫:০০ ET
ইউ টি সি−০৬:০০ CT
হ্যাঁ
  • রাজ্যের পূর্ব অংশ: ইউ টি সি−০৫:০০ EST পূব মান সময়
  • রাজ্যের পশ্চিম অংশ: ইউ টি সি−০৬:০০ CST কেন্দ্রীয় মান সময়
লুইজিয়ানাইউ টি সি−০৬:০০ CTহ্যাঁকেন্দ্রীয় মান সময়
মেইনইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
মেরিল্যাণ্ডইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
মাসাশুসিটাসইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
মিশিগান ইউ টি চি−০৫:০০ ET
ইউ টি সি−০৬:০০ CT
হ্যাঁ
  • রাজ্যের অধিকাংশ: ইউ টি সি−০৫:০০ EST পূর্ব মান সময়
  • উইশকনচিন রাজ্যএর সীমায় থাকা আপার পেনিনসিলা কাউণ্টি: ইউ টি সি−০৬:০০ CST কেন্দ্রীয় মান সময়
মিনিসোটাইউ টি সি−০৬:০০ CTহ্যাঁকেন্দ্রীয় মান সময়
মিসিসিপিইউ টি সি−০৬:০০ CTহ্যাঁকেন্দ্রীয় মান সময়
মিজুৱারীইউ টি সি−০৬:০০ CTহ্যাঁকেন্দ্রীয় মান সময়
মন্টানাইউ টি সি−০৭:০০ MTহ্যাঁপর্বতীয় মান সময়
নাব্রাস্কা ইউ টি সি−০৬:০০ CT
ইউ টি সি−০৭:০০ MT
হ্যাঁ
  • রাজ্যের অধিকাংশ: ইউ টি সি−০৬:০০ CST কেন্দ্রীয় মান সময়
  • নাব্রাস্কা পেনহেণ্ডেল, পশ্চিম সীমায় কলোরাডো রাজ্যএ থাকা কাউণ্টিসমূহ, ও পশ্চিম স্যান্ড হিলস্: ইউ টি সি−০৭:০০ MST পর্বতীয় মান সময়
নেভাডা ইউ টি সি−০৭:০০ MT
ইউ টি সি−০৮:০০ PT
হ্যাঁ
  • রাজ্যের অধিকাংশ: ইউ টি সি−০৮:০০ PST প্রশান্ত মান সময়
  • জ্যাকপটওয়েষ্ট ওয়েণ্ডোভার: ইউ টি সি−০৭:০০ MST পর্বতীয় মান সময়
নিউ হ্যাম্পশায়ারইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
নিউজার্সিইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
নিউ মেক্সিকোইউ টি সি−০৭:০০ MTহ্যাঁপর্বতীয় মান সময়
নিউইয়র্কইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
নর্থ কেরলিনাইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
নর্থ ডকোটা ইউ টি সি−০৬:০০ CT
ইউ টি সি−০৭:০০ MT
হ্যাঁ
  • রাজ্যের অধিকাংশ: ইউ টি সি−০৬:০০ CST কেন্দ্রীয় মান সময়
  • কিছু অংশ: ইউ টি সি−০৭:০০ MST পর্বতীয় মান সময়
উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জইউ টি সি+১০:০০নাসামারো মান সময়
ওহিয়ইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
ওকলোহামাইউ টি সি−০৬:০০ CTহ্যাঁকেন্দ্রীয় মান সময়
অরেগন ইউ টি সি−০৭:০০ MT
ইউ টি সি−০৮:০০ PT
হ্যাঁ
  • রাজ্যের অধিকাংশ: ইউ টি সি−০৮:০০ PST প্রশান্ত মান সময়
  • মালহেউর কাউণ্টির উত্তরাঞ্চলের অংশ: ইউ টি সি−০৭:০০ MST পর্বতীয় মান সময়
পেনসিলভেনিয়াইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
পুয়ের্তো রিকোইউ টি সি−০৪:০০নাআটলান্টিক মান সময়
রড আইল্যান্ডইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
সাউথ কেরলিনাইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
সাউথ ডাকোটা ইউ টি সি−০৬:০০ CT
ইউ টি সি−০৭:০০ MT
হ্যাঁ
  • রাজ্যের পূর্ব অংশ: ইউ টি সি−০৬:০০ CST কেন্দ্রীয় মান সময়
  • রাজ্যের পশ্চিম অংশ: ইউ টি সি−০৭:০০ MST পর্বতীয় মান সময়
টেনেসি ইউ টি সি−০৫:০০ ET
ইউ টি সি−০৬:০০ CT
হ্যাঁ
টেক্সাস ইউ টি সি−০৬:০০ CT
ইউ টি সি−০৭:০০ MT
হ্যাঁ
  • রাজ্যের অধিকাংশ: ইউ টি সি−০৬:০০ CST কেন্দ্রীয় মান সময়
  • কিছু অংশ: ইউ টি সি−০৭:০০ MST পর্বতীয় মান সময়
ইউটাহইউ টি সি−০৭:০০ MTহ্যাঁপর্বতীয় মান সময়
ভারমন্টইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
ভার্জিনিয়াইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
আমেরিকা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া দ্বীপপুঞ্জইউ টি সি−০৪:০০নাআটলান্টিক মান সময়
ওয়াশিংটনইউ টি সি−০৮:০০ PTহ্যাঁপ্রশান্ত মান সময়
ওয়াশিংটন ডি সিইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
ওয়েষ্ট ভার্জিনিয়াইউ টি সি−০৫:০০ ETহ্যাঁপূর্ব মান সময়
উইশকনচিনইউ টি সি−০৬:০০ CTহ্যাঁকেন্দ্রীয় মান সময়
ওয়মিংইউ টি সি−০৭:০০ MTহ্যাঁআলাস্কা মান সময়

তথ্যসূত্র

  1. "Daylight Time"। United States Naval Observatory। সংগ্রহের তারিখ ২০১১-১১-০৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.