মার্ক জোনস
মার্ক জোনস (১৫ জুন ১৯৩৩ – ৬ ফেব্রুয়ারি ১৯৫৮) ছিলেন আট ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়দের অন্যতম যারা মিউনিখ বিমান দুর্ঘটনায় মৃত্যুবরন করেছিলেন। ১৯৩৩ সালে তিনি বার্নসলের কাছাকাছি জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন ক্লাবের প্রথম একাদশের নিয়মিত সেন্টার হাফ এবং ১৯৫০ দশকে ক্লাবের পক্ষে মাঠ মাতিয়েছেন। তিনি ইউনাইটেডের পক্ষে দুটি ফুটবল লীগ প্রথম বিভাগ শিরোপা জিতেছেন। ১৯৫৭ সালে চোখের আঘাতের কারনে তিনি এফএ কাপ ফাইনালে খেলতে পারেননি যাতে ইউনাইটেড পরাজিত হয়েছিল। তিনি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের জন্য প্রস্তুত ছিলেন এবং দুর্ঘটনায় মারা না গেলে তিনি অবশ্যই আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারতেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মার্ক জোনস | ||
জন্ম | ১৫ জুন ১৯৩৩ | ||
জন্ম স্থান | বার্নসলে, ইংল্যান্ড | ||
মৃত্যু | ৬ ফেব্রুয়ারি ১৯৫৮ ২৪) | (বয়স||
মৃত্যুর স্থান | মিউনিখ, জার্মানি | ||
মাঠে অবস্থান | সেন্ট্রাল ডিফেন্ডার | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল |
উপস্থিতি (গোল)† | |
১৯৫০-১৯৫৮ | ম্যানচেস্টার ইউনাইটেড | ১০৩ (১) | |
|
জন্মস্থান বার্নসলের কাছে ওম্বহিল নামে একটি গ্রামে জোনসকে কবর দেয়া হয়।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.