মার্ক অ্যান্টনি

মারকুস আন্তোনিউস[lower-alpha 1] (ইতালীয়: Marcus Antonius; ১৪ জানুয়ারি, খ্রিস্টপূর্ব ৮৩ - ১ আগস্ট, খ্রিস্টপূর্ব ৩০),[1] যিনি ইংরেজিতে মার্ক অ্যান্টনি বা অ্যান্থনি (ইংরেজি: Mark Antony) নামে পরিচিত, ছিলেন একজন রোমান রাজনীতিবিদ ও সেনাপ্রধান। তিনি স্বৈরাচারী রোমান সাম্রাজ্য থেকে রোমান প্রজাতন্ত্রে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

মারকুস আন্তোনিউস
মার্ক অ্যান্টনির একটি রোমান মার্বেল প্রতিকৃতির আবক্ষ মূর্তি ফ্ল্যাভিয়ান রাজবংশের সময়ে তৈরি হয়েছিল (৬৯ -৯৬ খ্রিস্টাব্দ), রোম, ভ্যাটিকান যাদুঘর, চিয়ারামন্তি যাদুঘর
রোমান প্রজাতন্ত্রের ট্রিউমভির
কাজের মেয়াদ
২৭ নভেম্বর, খ্রিস্টপূর্ব ৪৩  ৩১ ডিসেম্বর, খ্রিস্টপূর্ব ৩৩
Serving with অক্টাভিয়ানমারকুস এমিলিউস লেপিদুস
রোমান প্রজাতন্ত্রের কনসুল
কাজের মেয়াদ
১ জানুয়ারি, খ্রিস্টপূর্ব ৩৪  ৩১ ডিসেম্বর, খ্রিস্টপূর্ব ৩৪
Serving with লুসিউস স্ক্রিবোনিউস লিবো
পূর্বসূরীলুসিউস কর্নিফিসিউসসেক্সতুস পম্পেইউস
উত্তরসূরীঅক্টাভিয়ানলুসিউস ভলকাতিউস তুল্লুস
কাজের মেয়াদ
১ জানুয়ারি, খ্রিস্টপূর্ব ৪৪  ৩১ ডিসেম্বর, খ্রিস্টপূর্ব ৪৪
Serving with জুলিয়াস সিজার
পূর্বসূরীজুলিয়াস সিজার
উত্তরসূরীআউলুস হিরতিউসগাইউস ভিবিউস পানসা কেত্রোনিয়ানুস
রোমান প্রজাতন্ত্রের মেজিস্টার ইকুইটাম
কাজের মেয়াদ
খ্রিস্টপূর্ব ৪৮  খ্রিস্টপূর্ব ৪৮
স্বৈরশাসকজুলিয়াস সিজার
পূর্বসূরীলুসিউস ভালেরিউস ফ্লাচ্চুস
উত্তরসূরীমারকুস এমিলিউস লেপিদুস
রোমান প্রজাতন্ত্রের জনগণের ট্রিবিউন
কাজের মেয়াদ
১ জানুয়ারি, খ্রিস্টপূর্ব ৪৯  ৭ জানুয়ারি, খ্রিস্টপূর্ব ৪৯
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৪ জানুয়ারি, খ্রিস্টপূর্ব ৮৩
রোম, রোমান প্রজাতন্ত্র
মৃত্যু১ আগস্ট, খ্রিস্টপূর্ব ৩০ (বয়স ৫৩)
আলেকজান্দ্রিয়া, টলেমীয় মিশর
রাজনৈতিক দলPopulares
দাম্পত্য সঙ্গী
ফাদিয়া
(তারিখ অজানা)
ছোট আন্তোনিয়া হাইব্রিদা (খ্রিস্টপূর্ব ?–৪৭)
ফুলভিয়া (খ্রিস্টপূর্ব ৪৬–৪০)
ছোট অক্টাভিয়া (খ্রিস্টপূর্ব ৪০–৩২)
ক্লিওপেট্রা (খ্রিস্টপূর্ব ৩২-৩০)
সন্তান
  • আন্তোনিয়া প্রিমা
  • মারকুস আন্তোনিউস আন্তিলুস
  • ইউলুস আন্তোনিউস
  • বড় আন্তোনিয়া
  • ছোট আন্তোনিয়া
  • আলেকজান্ডার হেলোউস
  • দ্বিতীয় ক্লিওপেট্রা সেলেন
  • টলেমি ফিলাডেলফাস
সামরিক পরিষেবা
আনুগত্য রোমান প্রজাতন্ত্র
শাখারোমান সেনাবাহিনী
কাজের মেয়াদখ্রিস্টপূর্ব ৫৪–৩০
পদপ্রোকনসুল
কমান্ডLegio XIII Gemina
যুদ্ধ
  • গ্যালিক যুদ্ধসমূহ
  • সিজারের গৃহযুদ্ধ
  • সিজারীয়-উত্তর গৃহযুদ্ধ
  • লিবারেটরদের গৃহযুদ্ধ
    • ফিলিপ্পির যুদ্ধ
  • রোমান–পার্থিয়ান যুদ্ধ
  • চূড়ান্ত রোমান গৃহযুদ্ধ
    • অ্যাক্টিয়ামের যুদ্ধ

অ্যান্টনি জুলিয়াস সিজারের সমর্থক ছিলেন এবং গল বিজয় ও সিজারের গৃহযুদ্ধকালীন তার সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সিজার গ্রিস, উত্তর আফ্রিকাস্পেনে রাজনৈতিক প্রতিপক্ষদের বাতিল করার পর অ্যান্টনিকে ইতালির প্রশাসক হিসেবে নিয়োগ দেন। খ্রিস্টপূর্ব ৪৪ অব্দে সিজারের মৃত্যুর পর অ্যান্টনি সিজারের আরেকজন সেনাপ্রধান মার্কাস এমিলিউস লেপিদুস ও সিজারের পালক পুত্র অক্টাভিয়ানের পক্ষে যোগদান করেন এবং তিন-ব্যক্তির স্বৈরশাসন গঠন করেন, যা ইতিহাসবেত্তাগণ দ্বিতীয় ট্রিউমভিরেট বলে আখ্যায়িত করে। ট্রিউমভিরেরা খ্রিস্টপূর্ব ৪২ অব্দে ফিলিপ্পির যুদ্ধে সিজারের হত্যাকারীদের পরাজিত করে এবং নিজেদের মধ্যে প্রজাতন্ত্র ভাগ করে নেয়। অ্যান্টনির ভাগে পরে রোমের পূর্ব প্রদেশসমূহ, তন্মধ্যে ছিল তৎকালীন সপ্তন ক্লিওপেট্রা শাসিত মিশর রাজ্য, এবং তিনি পার্থিয়ার বিপক্ষে রোমের যুদ্ধে নেতৃত্ব দেন।

বিভিন্ন সদস্য অধিক রাজনৈতিক ক্ষমতার দিকে ধাবিত হতে থাকলে ট্রিউমভিরদের মধ্যে সম্পর্ক আন্তরিকতাশূন্য হয়ে ওঠে। অ্যান্টনি অক্টাভিয়ানের বোন অক্টাভিয়াকে বিয়ে করলে খ্রিস্টপূর্ব ৪০ অব্দে অ্যান্টনি ও অক্টাভিয়ানের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। এই বিয়ে সত্ত্বেও অ্যান্টনি ক্লিওপেট্রার সাথে প্রেমের সম্পর্ক বজায় রাখেন, যিনি তার তিন সন্তানের জন্ম দেন, যা অক্টাভিয়ানের সাথে অ্যান্টনির সম্পর্ককে আরও ছেদ ঘটায়। লেপিদুসকে খ্রিস্টপূর্ব ৩৬ অব্দে এই মৈত্রী থেকে বাদ দেওয়া হয় এবং খ্রিস্টপূর্ব ৩৩ অব্দে অ্যান্টনি ও অক্টাভিয়ানের মধ্যে দ্বিমত বাকি ট্রিউমভিরদেরও আলাদা করে দেয়। তাদের এই বৈরিতা খ্রিস্টপূর্ব ৩২ অব্দে গৃহযুদ্ধে রূপ নেয় এবং অক্টাভিয়ানের নির্দেশে রোমান সিনেট ক্লিওপেট্রার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ও অ্যান্টনিকে রাজদ্রোহী ঘোষণা করে। এই বছরের শেষভাগে অ্যান্টনি অ্যাক্টিয়ামের যুদ্ধে অক্টাভিয়ানের বাহিনীর কাছে পরাজিত হয়। অ্যান্টনি ও ক্লিওপেট্রা মিশরে পালিয়ে যায় এবং সেখানে তার আত্মহত্যা করে।

টীকা

  1. মার্ক অ্যান্টনির পূর্ণনাম ছিল মারকুস আন্তোনিউস মারকি ফিলিউস মারকি নেপোস ([ˈmar.kʊs anˈtoː.ni.ʊs ˈmar.kiː ˈfiː.li.ʊs ˈmar.kiː ˈnɛ.poːs]), যার অর্থ হল "মারকুস আন্তোনিউস, মারকুসের পুত্র, মারকুসের দৌহিত্র।"

তথ্যসূত্র

  1. "Mark Antony | Roman triumvir"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.