মারিখালী সেতু

মারিখালী সেতু নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মারীখালি নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু। সেতুটি ২০০০ সালে চালু হয়। সেতুটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ। এটি বিখ্যাত মেঘনা সেতু থেকে প্রায় ৩.২ কিলোমিটার (২ মাইল) উত্তরে অবস্থিত।

মারিখালী সেতু
স্থানাঙ্ক ২৩°৩৮′০২″ উত্তর ৯০°৩৫′৫০″ পূর্ব
বহন করেসব রকম যানবাহন
স্থানসোনারগাঁও, নারায়ণগঞ্জ
বৈশিষ্ট্য
মোট দৈর্ঘ্য৮৬.৯২ মিটার (২৮৫.২ ফুট)[1]
ইতিহাস
চালু২০০০

তথ্যসূত্র

  1. "Bridge Maintenance management System"সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ (ইংরেজি ভাষায়)।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.