মানুয়েল ফের্নাঞ্জেস
মানুয়েল এনহিকে তাভারেস ফের্নাঞ্জেস (পর্তুগিজ উচ্চারণ: [mɐnuˈɛɫ fɨɾˈnɐ̃dɨʃ]; জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৮৬) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি রুশ ক্লাব লকোমটিভ মস্কো এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
![]() ২০১৭ সালে মানুয়েল ফের্নাঞ্জেস | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মানুয়েল এনহিকে তাভারেস ফের্নাঞ্জেস | ||
জন্ম | ৫ ফেব্রুয়ারি ১৯৮৬ | ||
জন্ম স্থান | লিসবন, পর্তুগাল | ||
উচ্চতা | ১.৭৫ মি (৫ ফু ৯ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | লকোমটিভ মস্কো | ||
জার্সি নম্বর | ৪ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
১৯৯৭–২০০৪ | বেনফিকা | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৪–২০০৭ | বেনফিকা | ৬৭ | (৩) |
২০০৬ | → পোর্টস্মাথ (ধার) | ১০ | (০) |
২০০৭ | → এভার্টন (ধার) | ৯ | (২) |
২০০৭–২০১১ | ভ্যালেন্সিয়া | ৫৬ | (২) |
২০০৮ | → এভার্টন (ধার) | ১২ | (০) |
২০১১ | → বেশিকতাস (ধার) | ১৪ | (১) |
২০১১–২০১৪ | বেশিকতাস | ৯১ | (১৫) |
২০১৪– | লকোমটিভ মস্কো | ৮৩ | (২১) |
জাতীয় দল‡ | |||
২০০৩ | পর্তুগাল অনূর্ধ্ব-১৭ | ৮ | (১) |
২০০৪ | পর্তুগাল অনূর্ধ্ব-১৯ | ৫ | (১) |
২০০৪–২০০৮ | পর্তুগাল অনূর্ধ্ব-২১ | ৩০ | (৭) |
২০০৫ | পর্তুগাল বি | ২ | (০) |
২০০৫– | পর্তুগাল | ১২ | (৩) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
তিনি মাত্র ১৮ বছর বয়সে, বেনফিকার হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি তার যোগ্যতা প্রমাণের জন্য ইংল্যান্ড এবং স্পেনে ক্লাবে খেলেন। তিনি এভার্টন এবং ভ্যালেন্সিয়ার মতো ক্লাবে খেলেছেন। তিনি ২০১১ সালের জানুয়ারি মাসে, তুর্কি ক্লাব বেশিকতাসের সাথে এক চুক্তি স্বাক্ষর করেন। তিনি এই ক্লাবের সাথে সাড়ে তিন বছর ছিলেন। অতঃপর ২০১৪ সালে তিনি রুশ ক্লাব লকোমটিভ মস্কোতে যোগদান করেন।
ফের্নাঞ্জেস পর্তুগালের বেশ কয়েকটি বয়সভিত্তিক দলে খেলেছেন। তিনি পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলে খেলার সময় ২টি উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছেন। ২০০৫ সালে, পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন।
ক্যারিয়ার পরিসংখ্যান
সম্মাননা
- বেনফিকা
- প্রিমেইরা লিগা: ২০০৪–০৫
- তাকা দে পর্তুগাল: ২০০৩–০৪
- সুপারতাকা কান্দিদো দে অলিভেইরা: ২০০৫
- ভ্যালেন্সিয়া
- কোপা দে রে: ২০০৭–০৮
- বেশিকতাস
- তুর্কি কাপ: ২০১০–১১
- লকোমটিভ মস্কো
- রাশিয়ান প্রিমিয়ার লীগ: ২০১৭–১৮
- রাশিয়ান কাপ: ২০১৪–১৫, ২০১৬–১৭
তথ্যসূত্র
- "Manuel Fernandes"। European Football। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে মানুয়েল ফের্নাঞ্জেস সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- দ্যফাইনালবল.কমে মানুয়েল ফের্নাঞ্জেস
- ফরেদেজগো-এ মানুয়েল ফের্নাঞ্জেস
- মানুয়েল ফের্নাঞ্জেস ক্যারিয়ার তথ্য
- বিডিফুটবলে মানুয়েল ফের্নাঞ্জেস (ইংরেজি)
- National team data (পর্তুগিজ)
- National-Football-Teams.com-এ মানুয়েল ফের্নাঞ্জেস (ইংরেজি)
- মানুয়েল ফের্নাঞ্জেস – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- মানুয়েল ফের্নাঞ্জেস – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
টেমপ্লেট:FC Lokomotiv Moscow squad