মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়

মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় (ইংরেজি- Mohishkundi High School) বাংলাদেশের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের একটি। ১৯৬৩ সালের ৯ই এপ্রিল এই স্কুলটি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার অন্তর্গত মহিষকুন্ডির প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৩ সালে এর প্রতিষ্ঠার পর থেকে এই স্কুল এই অঞ্চলের অন্যতম সেরা স্কুল হিসেবে আত্মপ্রকাশ করে। অনেক বিশিষ্ট ব্যক্তি এই স্কুলে তার শিক্ষাজীবন অতিবাহিত করেছেন। স্বাধীনতা পূর্ব সময় থেকে এখন পর্যন্ত 'মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়' অনন্য আবেদন ও পরিচয়ের অধিকারী।

মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়
ঠিকানা
মহিষকুন্ডি, দৌলতপুর
কুষ্টিয়া, বাংলাদেশ, ৭০৫২
তথ্য
বিদ্যালয়ের ধরনমাধ্যমিক
নীতিবাক্যজ্ঞানই শক্তি
স্থাপিত১৯৬৩ সাল
কার্যক্রম শুরু৯ এপ্রিল ১৯৬৩
প্রতিষ্ঠাতাআলহাজ্ব আলম বিশ্বাস
বিদ্যালয় বোর্ডযশোর শিক্ষা বোর্ড
সেশনজানুয়ারি-ডিসেম্বর
প্রধান শিক্ষকআলহাজ্ব মোঃ আরিফুল ইসলাম
শিক্ষকমণ্ডলী১৯
শ্রেণী৬ষ্ঠ - ১০ম
বয়স১২ -১৭ পর্যন্ত
শিক্ষার্থী সংখ্যাপ্রায় ৫০০
ভাষাবাংলা
সময়সূচিসকাল ১০.০০-৪.০০
শ্রেণীকক্ষ
ক্যাম্পাসের আকার৩.৬০৮১ একর
আয়তন৫ একর
ক্যাম্পাসের ধরনট্রাপিজিয়াম আকৃতি
রঙ         রং: নেভী এবং সাদা
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল
দৃষ্টিশিক্ষা সবার জন্য।
EIIN১১৭৫১৩
ফেসবুক|অফিসিয়াল পেইজ
ওয়েবসাইট

এটি মহিষকুন্ডির প্রাণকেন্দ্রে মহিষকুন্ডি-কুষ্টিয়া সড়কের পাশে অবস্থিত। স্কুলটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেয়া হয়।জে এস সি ও এস এস সি পরীক্ষার ফলাফলের দিক দিয়ে, এই স্কুলটি বেশ কয়েক বছর ধরে যশোর শিক্ষা বোর্ডে অন্যতম শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে এবং সমগ্র বাংলাদেশেই স্কুলটির ফলাফল,আভিজাত্য ও সাংস্কৃতিক কার্যাবলির অনবদ্য সুনাম রয়েছে। স্কুলটি প্রায় ৫০০ শিক্ষার্থীর অধ্যয়ন-চাঞ্চল্যে মুখরিত। [1]

তথ্যসূত্র

  1. "MAHISH KUNDI SECONDARY SCHOOL"https://mahishkundisecondaryschool.jessoreboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৫ |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.