মহিলা গণিতজ্ঞদের তালিকা

এটি উল্লেখযোগ্য মহিলা গণিতজ্ঞদের একটি তালিকা। এঁদের অনেকেই গণিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

হাইপেশিয়া (কল্পিত চিত্র)

যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বেশী মহিলাদের গণিত প্রবেশ ঘটেছে, তবুও গণিতজ্ঞদের বেশীর ভাগ পুরুষ। নারী এখনও গণিতক্ষেত্র এবং পদার্থবিদ্যার মত বিজ্ঞানের পার্শ্ববর্তী শাখাগুলিতে লক্ষণীয়ভাবে কিছুটা সংখ্যালঘু। এএমএস (AMS) এবং অন্যান্য গাণিতিক সমাজের দ্বারা প্রদত্ত বেশ কিছু পুরস্কারের লক্ষ্য হল এই পরিস্থিতির পরিবর্তন।

বিশিষ্ট মহিলা গণিতজ্ঞেরা হলেন:

ইংগ্রিড ডাওবেচিস তাঁর ডাওবেচিস ওয়েভলেটস এর জন্য পরিচিত হয়েছেন

  • উইনিফার্ড আস্প্রে (১৯১৭–২০০৭)

সোফিয়া কোভালেভসকা তাঁর আংশিক পার্থক্যমুলক সমীকরণ-এ অবদানের জন্য পরিচিত হন

  • টাটিয়ানা আফনাজিয়েভা (১৮৭৬–১৯৬৪)

  • মারি ক্যুরি (১৮৬৭–১৯৩৪)
  • মারিয়া গাইতানা আগনাশিয়া (১৭১৮–১৭৯৯)

আরও দেখুন

  • Women in science
  • List of female scientists
  • Noether Lecturer
  • Women in computing

References

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.