মসলন্দপুর

মসলন্দপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার বারাসত সদর মহকুমা অন্তর্গত একটি জনগণনা নগর

মসলন্দপুর
শহর
মসলন্দপুর শহরের প্রধান রেল স্টেশন
মসলন্দপুর
মসলন্দপুর
মসলন্দপুরের অবস্থান পশ্চিমবঙ্গে (ভারত)
স্থানাঙ্ক: ২২°৫১′২০″ উত্তর ৮৮°৪৪′৪০″ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর চব্বিশ পরগনা
জনসংখ্যা (২০১১)
  মোট১০,৭৯০
Languages
  দাপ্তরীক ভাষাবাংলা, ইংরাজি
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
আইএসও ৩১৬৬ কোডIN-WB
Lok Sabha constituencyBarasat, Bangaon
Vidhan Sabha constituencyHabra, Gaighata
ওয়েবসাইটnorth24parganas.nic.in

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে মসলন্দপুর শহরের জনসংখ্যা হল ৯৫০৭ জন।[1] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৭৮%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৪% এবং নারীদের মধ্যে এই হার ৭২%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে মসলন্দপুর এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ৯% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

  1. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ১৫, ২০০৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.