মর্ডোভিয়া এরিনা

মর্ডোভিয়া এরিনা (রুশ: «Мордовия Арена») রাশিয়ার মর্ডোভিয়ার সারানস্কে অবস্থিত একটি নির্মীয়মান ফুটবল স্টেডিয়াম। এটি ২০১৮ ফিফা বিশ্বকাপের ভেন্যুগুলোর একটি। এছাড়া এখানে রুশ প্রিমিয়ার লীগের এফসি মর্ডোভিয়া সারানস্ক ফুটবল ক্লাবের হোম ম্যাচ অনুষ্ঠিত হবে যা এর আগে স্টার্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হত। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৪৪,৪৪২।[1]

মর্ডোভিয়া এরিনা
অবস্থানসারানস্ক, মর্ডোভিয়া, রাশিয়া
স্থানাঙ্ক৫৪°১০′৫৮″ উত্তর ৪৫°১২′০৫″ পূর্ব
ধারণক্ষমতা৪৪,৪৪২
(২০১৮ ফিফা বিশ্বকাপের সময়)
২৮,০০০ (বিশ্বকাপ পরবর্তী)
উপরিভাগঘাস
নির্মাণ
কপর্দকহীন ভূমি২০১০
নির্মিত২০১৭
নির্মাণ খরচ৩০ কোটি মার্কিন ডলার
স্থপতিসারানস্কগ্রাজদানপ্রোয়েক্ট
ভাড়াটিয়া
এফসি মর্ডোভিয়া সারানস্ক

নকশা

২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য স্বাগতিক দেশ নির্বাচনের সময় জার্মান স্থপতি টিম হুপের সাময়িকভাবে নকশা করা স্টেডিয়ামের খসড়া দেখানো হয় যা সারানস্কে নির্মাণ করা হবে। পরবর্তীতে স্টেডিয়ামের চূড়ান্ত নকশার জন্য সারানস্কগ্রাজদানপ্রোয়েক্ট নামের একটি দেশীয় প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। গামলা-আকৃতির মাঠটি বিশ্বকাপের জন্য ৪৪,৪৪২ জন দর্শক ধারণক্ষমতা সম্পন্ন করে বানানো হচ্ছে। বিশ্বকাপের পরে আসন সংখ্যা কমিয়ে ২৮,০০০ করা হবে। বাম স্ট্যান্ড ও ছাদের মধ্যবর্তী অংশে অবসর সময় কাটানোর এবং বিনোদনের জন্য একটি স্থান নির্মাণ করা হচ্ছে।

২০১৮ ফিফা বিশ্বকাপ

তারিখ সময় ১ম দল ফলাফল ২য় দল পর্ব উপস্থিতি
১৬ জুন, ২০১৮১৯:০০ পেরু ডেনমার্কগ্রুপ সি
১৯ জুন, ২০১৮১৫:০০ কলম্বিয়া জাপানগ্রুপ এইচ
২৫ জুন, ২০১৮২১:০০ ইরান পর্তুগালগ্রুপ বি
২৮ জুন, ২০১৮২১:০০ পানামা তিউনিসিয়াগ্রুপ জি

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.