মফিকুল হাসান তৃপ্তি
মফিকুল হাসান তৃপ্তি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ। তিনি সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। [2][3]
মফিকুল হাসান তৃপ্তি | |
---|---|
জাতীয় সংসদ-এর প্রাক্তন সদস্য | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | শার্শা উপজেলা, যশোর জেলা |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
দাম্পত্য সঙ্গী | শুকরিয়া কামাল |
পিতামাতা | মো. তোফাজ্জল হোসেন (পিতা)[1] |
কর্মজীবন
তৃপ্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অফিস সেক্রেটারি ছিলেন। তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি যশোর-১ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে সংসদে নির্বাচিত হন। [4]
বহিষ্কার
২০০৭-২০০৮ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দলে সংস্কারকে সমর্থন করার পরে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হয়েছিল। [5] ২০০৩ সালের ২৩ শে মে বিমানবন্দরে ভারী বন্দুক নিয়ে যাওয়ার পরে তাকে যশোর বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংসদ সদস্য মোহাম্মদ খালেদুর রহমান টিটো, মোস্তফা ফারুক মোহাম্মদ, এবং নারায়ণ চন্দ্র চন্দ । [6]
বহিষ্কারাদেশ প্রত্যাহার
২০১৭ সালের ১৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে তৃপ্তির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।[7]
গ্রেফতার
৯ আগস্ট ২০১৮ এ, ফুলার রোডে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আফতাব আহমেদকে ২০০৬ সালের হত্যার অভিযোগে তিনি গ্রেপ্তার করেছিলেন। [8]
তথ্যসূত্র
- "বিএনপির মনোনয়ন নিলেন দীর্ঘদিন পর দলে ফেরা তৃপ্তি"। এনটিভি। ২৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৯।
- "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "মফিকুল হাসান তৃপ্তি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৮।
- "Prof Aftab murder: BNP leader Tripti arrested after a decade"। Dhaka Tribune। ৮ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৮।
- "Delwar expels Tripti from BNP"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৮।
- "Ex-MP Tripti held with his licensed revolver"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৩ মে ২০১১। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৮।
- "বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি সিআইডির হাতে গ্রেপ্তার"। চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-০৮। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২৮।
- "Ex-BNP lawmaker held over former NU VC murder"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৮ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৮।