ভেসাল জাল

ভেসাল জাল হলো মাছ ধরার ফাঁদ। এটি বেয়াল জাল নামেও পরিচিত। এটি এমন একটি মাছ ধরার পদ্ধতি যা পানির একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত ডুবিয়ে দেয়া হয়। তারপর মাছ প্রবেশ করলে উত্তোলন করে মাছ ধরা হয়। এ জালগুলো অনেক সমতল বা থলে আকৃতির, আয়তক্ষেত্র, পিরামিড বা শঙ্কুর মতো হতে পারে। বেয়াল জাল জেলে তার হাত দিয়ে পরিচালনা করতে হয়। এটি কখনো নির্দিস্থানে বসিয়ে কিংবা নৌকা দিয়েও পরিচালনা করা যায়। [1] ভেসাল জাল কখনও কখনও "গভীর জাল" নামেও পরিচিত হয়, যদিও এ শব্দটি হাত জাল ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। [2]

বাংলাদেশের একটি নদীতে ভেসাল জাল।
ভেসাল জাল

ধরন

বাঁশ ও জালের সমন্বয়

ভেসাল জাল বানাতে বাঁশ ও জাল তৈরি উপযোগী সুতা ব্যবহৃত হয়। সাধারণত ত্রিভুজাকৃতির একটি লম্বা বাঁশের ফ্রেম থাকে। এ ফ্রেম জুড়ে জাল সংযুক্ত করা হয়। প্রাথমিকভাবে ছোট মাছ ধরতে এর ব্যবহার হয়ে থাকে। এটির একপাশ পানির তলদেশে ডুবে যায়, অপর পাশ জেলের হাতে থাকে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, ছোট নদী ও খালে এর ব্যবহার বেশি দেখা যায়। জেলে একটি মাচা তৈরি করে সেখান থেকে নিজেকে নিরাপদ স্থান দাঁড় করিয়ে এ জালটি মাছ ধরার কাজে পরিচালনা করে। [3]

নৌ-যানে পরিচালিত ভেসাল জাল

নৌকা চালিত ভেসাল জাল বা বিভিন্ন জলবাহী জাহাজ থেকে পরিচালিত ভেসাল জাল রয়েছে। এসব নৌযানে কখনো কখনো হাত দ্বারা বা যন্ত্র দ্বারা জালকে উঁচু করে পানি থেকে তোলা হয় আবার পানির গভীরে পাঠানো যায়। নৌকা বা নৌকাতে থাকা কয়েকটি খুঁটির সাথে বেঁধে শক্তভাবে যুক্ত রাখা হয়। এ জাল দিয়ে মাছ ধরতে কখনো কখনো বাতি বা বিভিন্ন কৌশল ব্যবহৃত হয়। যা মাছকে আকৃষ্ট করে এবং জালে নিয়ে আসতে সহায়তা করে। [4]

তৈরি পদ্ধতি

ভেসাল জাল সাধারণত অন্যান্য জালগুলোর চেয়ে কিছুটা বড়াকৃতির হয়। এটি একটি বাঁশ-কাঠের কাঠামোতে স্থায়ীভাবে সংযুক্ত থাকে। জেলে হাত দিয়ে জালটি ব্যবহার করতে পারে এবং মাছ ধরার সময় গুটিয়ে নিয়ে মাছ তার থলেতে রাখতে পারে। [5]

চিত্রশালা

Portable hand lift nets
একজন ব্যক্তি ভেসাল জাল দিয়ে সেতুর ওপর থেকে নদীতে মাছ ধরছে নান্দু নদী, হানিয়ান, চায়না
একজন ব্যক্তি ভেসাল জাল দিয়ে সেতুর ওপর থেকে নদীতে মাছ ধরছে নান্দু নদী, হানিয়ান, চায়না 
Portable hand lift net, operated in flooded irrigation ditches in Kebumen, Central Java, Indonesia
Portable hand lift net, operated in flooded irrigation ditches in Kebumen, Central Java, Indonesia 
থারু নারী নেপালে ভেসাল জাল দিয়ে মাছ ধরছেন।
থারু নারী নেপালে ভেসাল জাল দিয়ে মাছ ধরছেন। 
বর্গাকৃতির ভেসাল জাল দিয়ে মাছ ধরছেন এক নারী মিকং নদী থাইল্যান্ড
বর্গাকৃতির ভেসাল জাল দিয়ে মাছ ধরছেন এক নারী মিকং নদী থাইল্যান্ড 
A balance, a baited lift net for catching shrimp in France
A balance, a baited lift net for catching shrimp in France 

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Lift Nets"Fisheries and Aquaculture Department। Food and Agriculture Organization of the United Nations। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮
  2. Gunzo Kawamura & Teodora Bagarinao (১৯৮০)। "Fishing Methods and Gears in Panay Island, Philippines": 81121।
  3. "Portable Lift Nets"Fisheries and Aquaculture Department। Food and Agriculture Organization of the United Nations। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮
  4. "Boat-operated Lift Nets"Fisheries and Aquaculture Department। Food and Agriculture Organization of the United Nations। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮
  5. "Shore-operated Stationary Lift Nets"Fisheries and Aquaculture Department। Food and Agriculture Organization of the United Nations। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.