ভুট্টো পরিবার
ভুট্টো পরিবার পাকিস্তানের সিন্ধ অঞ্চলের রাজপুত জাতিগোষ্ঠীভুক্ত একটি রাজনৈতিক পরিবার।[1] এই পরিবার স্বাধীনতার পর থেকে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের অধিকাংশ সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।
পরিবার
গুলাম মুর্তাজা ভুট্টো | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শাহ নওয়াজ ভুট্টো (১৮৮৮–১৯৫৭) | খুরশীদ বেগম (লখি বাঈ) | নওয়াব নবি বক্স খান ভুট্টো | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মুমতাজ বেগম সাহিবা ভুট্টো | মুহম্মদ মুস্তফা খান বাহাদুর | জুলফিকার আলী ভুট্টো (১৯২৮-১৯৭৯) | নুসরাত ভুট্টো (১৯২৯–২০১১) | ইমদাদ আলি ভুট্টো | সিকান্দর আলি ভুট্টো | মাশোক ভুট্টো | মুমতাজ ভুট্টো (১৯৩৩- ) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শাহনেওয়াজ ভুট্টো (১৯৫৮-১৯৮৫) | রেহানা ফসিহুদিন ভুট্টো | সনম ভুট্টো (১৯৫৭- ) | নাসির হুসেইন | ফৌজিয়া ফসিহুদিন ভুট্টো | মুর্তাজা ভুট্টো (১৯৫৪-১৯৯৬) | ঘিনওয়া ভুট্টো | বেনজির ভুট্টো (১৯৫৩-২০০৭) | আসিফ আলি জারদারি (১৯৫৫- ) | আমীর বক্স ভুট্টো | আলি হায়দার ভুট্টো | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সসসি ভুট্টো | শাহমির হুসেইন | আজাদি হুসেইন | ফাতিমা ভুট্টো (১৯৮২- ) | জুলফিকার আলী ভুট্টো | বিলাওয়াল ভুট্টো জারদারি (১৯৮৮-) | বখতাওয়ার জারদারি | আসিফা জারদারি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
প্রত্যক্ষ আত্মীয় নন (বিবাহ সূত্রে সম্পর্কযুক্ত)
তথ্যসূত্র
- Wolpert, Stanly A (১৯৯৩)। Zulfi Bhuto of Pakistan:His life and Times। Oxford University Press। পৃষ্ঠা 4। আইএসবিএন 0-19-507661-3। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২৩।
আরো পড়ুন
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.