ভালভাল ভেস্টিবিউল
ভালভাল ভেস্টিবিউল (ইংরেজি: Vulval vestibule), যা ভালভার ভেস্টিবিউল (Vulvar vestibule) নামেও পরিচিত। এটি লেবিয়া মাইনরার মধ্যবর্তীস্থানে অবস্থিত ভালভার একটি অংশ, যেখানে ইউরেথ্রাল ও যোনির প্রবেশমুখ উন্মুক্ত। এর প্রান্ত হার্ট-এর লাইন দ্বারা চিহ্নিত।
ভালভাল ভেস্টিবিউল | |
---|---|
![]() স্ত্রী যৌনাঙ্গের বর্হিঅঙ্গসমূহ। লেবিয়া মাইনরা অঙ্কিত হয়েছে। | |
বিস্তারিত | |
শনাক্তকারী | |
লাতিন | vestibulum vaginæ |
টিএ | A09.2.01.011 |
এফএমএ | FMA:19970 |
শারীরস্থান পরিভাষা |
যোনির সম্মুখে, গ্ল্যান্স ক্লিটোরিসের ২.৫ সেন্টিমিটার ভেতরে বহিঃস্থ ইউরেথ্রাল অরফিস অবস্থিত। সাধারণত এটিকে স্কিনির ডাক্টের প্রবেশমুখের নিকটে ছোট, হালকা স্পষ্ট দাগ হিসেবে চিহ্নিত করা হয়।
ভ্যাজাইনাল অরফিস হচ্ছে মূত্রনালির নিচে ও পেছনে অবস্থিত একপ্রকার মধ্যম আকৃতিবিশিষ্ট চির; এর আকার সতীচ্ছদের আকৃতির সাথে ব্যাস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়।
তথ্যসূত্র
সহায়ক চিত্র
- স্ত্রী ও পুরুষের বর্হি যৌনাঙ্গ বিকাশের বিভিন্ন পর্যায়।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.