ভাগলপুর
ভাগলপুর (ইংরেজি: Bhagalpur ) ভারতের বিহার রাজ্যের ভাগলপুর জেলার একটি শহর ও পৌর কর্পোরেশনাধীন এলাকা।
ভাগলপুর Bhagalpur | |
---|---|
শহর | |
![]() Ghantaghar,Bhagalpur | |
ডাকনাম: Silk City | |
![]() ![]() ভাগলপুর Bhagalpur | |
স্থানাঙ্ক: ২৫°১৫′ উত্তর ৮৭°০′ পূর্ব | |
দেশ | ভারত |
State | বিহার |
জেলা | ভাগলপুর |
Urban Agglomeration | ভাগলপুর |
Municipal Corporation | ভাগলপুর মিউনিসিপাল কর্পোরেশন |
সরকার | |
• মেয়র | দীপক ভুবনিয়া (জেডি(ইউ)) |
আয়তন | |
• মোট | ১১০ কিমি২ (৪০ বর্গমাইল) |
এলাকার ক্রম | ২য় |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪,২২,৫৩৭ |
বিশেষণ | ভাগলপুরিস |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
Postal Index Number | ৮১২ xxx |
এসটিডি কোড | ০৬৪১ |
যানবাহন নিবন্ধন | বিআর ১০ XXXX |
ওয়েবসাইট | bhagalpur |
ইতিহাস
১৯৮৯ সালে একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল মুসলিম ও হিন্দুদের মধ্যকার সংঘর্ষ, যাতে ১০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছিল। একটি হিন্দু ধর্মীয় মিছিলে বোমা হামলা হওয়ায় সহিংসতার সূত্রপাত ঘটে। এরপর কয়েক সপ্তাহের মধ্যে, সংগঠিত সংগঠনগুলি হাজার হাজার মানুষকে গ্রাস করে এবং গ্রামে ব্যাপক গণহত্যা জারি করে।
জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে ভাগলপুর শহরের জনসংখ্যা হল ৩৪০,৩৪৯ জন।[1] এর মধ্যে পুরুষ ৫৪% এবং নারী ৪৬%।
এখানে সাক্ষরতার হার ৬৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭০% এবং নারীদের মধ্যে এই হার ৫৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ভাগলপুরের সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১৪% হল ৬ বছর বা তার কম বয়সী।
উল্লেখযোগ্য ব্যাক্তিত্ব
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.