ভগভদ্র

ভগভদ্র (সংস্কৃত: भगभद्र) শুঙ্গ রাজবংশের সম্রাট ছিলেন, যিনি আনুমানিক ১১০ খ্রিস্টপূর্বাব্দে শাসন করেন। তার রাজধানী পাটলিপুত্র হলেও মনে করা হয় তিনি বিদিশা থেকেও শাসন পরিচালনা করতেন।

ভগভদ্র
শুঙ্গ সম্রাট
পূর্বসূরিবজ্রমিত্র
উত্তরসূরিদেবভূতি

হেলিওদোরাস স্তম্ভ

বিদিশা নগরীতে স্থাপিত হেলিওদোরাস স্তম্ভ থেকে ভগভদ্র সম্বন্ধে জানা যায়। এই স্তম্ভ থেকে জানা যায় যে, তক্ষশীলার বাসিন্দা দিওনের পুত্র তথা ইন্দো-গ্রিক শাসক আন্তিয়াল্কিদাস নিকেফোরোসের দূত হেলিওদোরাস ভগভদ্রের শাসনকালে বিদিশা নগরীতে উপস্থিত হয়ে বিষ্ণুর উদ্দেশ্যে এই স্তম্ভ স্থাপন করেন।[1] এই স্তম্ভে উৎকীর্ণ লিপি নিম্নরূপ-[2]

মূল ব্রাহ্মী লিপিদেবনাগরী লিপিতেবাংলা প্রতিলিপিকরণ

देवदेवस वा[सुदे]वस गरुडध्वजो अयम्
करितो इ[य] हेलियोदरेण भग-
वतेन दियस्य पुत्रेण तखशिलकेन
योनदतेन आगतेन महाराजस
अंतलिकितस उप[म]ता संकासम्-रणो
काशिपुत्रस [भ]गभद्रस त्रातारस
वसेन [चतु]दशेन राजेन वधमानस"

দেবদেবস বা[সুদে]বস গরুড়ধ্বজো অয়ম্‌
করিতো ই[য়] হেলিয়োদরেণ ভগ-
বতেন দিয়স্য পুত্রেণ তখশিলকেন
যোনদতেন আগতেন মহারাজস
অন্তলিকিতস উপ[ম]তা সংকাসম্‌-রণো
কাশিপুত্রস [ভ]গভদ্রস ত্রাতারস
বসেন [চতু]দশেন রাজেন বধমানস

তথ্যসূত্র

  1. Stadtner, Donald (১৯৭৫)। "A Sunga Capital from Vidisa"Artibus Asiae37 (1/2): 101–104। doi:10.2307/3250214। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৫ JSTOR-এর মাধ্যমে। (সদস্যতা নেয়া প্রয়োজন (সাহায্য))
  2. Archaeological Survey of India, Annual Report (1908-1909))
ভগভদ্র
শুঙ্গ রাজবংশ
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
বজ্রমিত্র
শুঙ্গ সম্রাট উত্তরসূরী
দেবভূতি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.