ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা (ফাগমোদ্রুপা)
ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা (তিব্বতি: བསོད་ནམས་གྲགས་པ, ওয়াইলি: bsod nams grags pa) (১৩৫৯- ১৪০৮) তিব্বতের ফাগ-মো-গ্রু-পা রাজবংশের পঞ্চম রাজা ছিলেন।
রাজত্ব
ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা ফাগ-মো-গ্রু-পা রাজবংশের দ্বিতীয় রাজা 'জাম-দ্ব্যাংস-শা-ক্যা-র্গ্যাল-ম্ত্শানের ভ্রাতা রিন-ছেন-র্দো-র্জের (ওয়াইলি: rin chen rdo rje) পুত্র ছিলেন। ফাগ-মো-গ্রু-পা রাজবংশের চতুর্থ রাজা ও তার ভ্রাতা গ্রাগ্স-পা-ব্যাং-ছুব ১৩৮১ খ্রিষ্টাব্দে গ্দান-সা-থেল বৌদ্ধবিহারে তন্ত্র সম্বন্ধে শিক্ষাদান করবেন বলে তার রাজত্ব থেকে অবসর নিলে তিনি সিংহাসনে আরোহণ করেন।[1] তিনি মাত্র চার বছর রাজত্ব করেন এবং এই সময়ে তিব্বতে ফসলের উৎপাদন ভালো হওয়ায় তিনি ভাগ্যশালী রাজা নামেও পরিচিত।[2] মিং সম্রাট হোংঊ তাকে গুশি উপাধি দান করেন।[3] কিন্তু ১৩৮৫ খ্রিষ্টাব্দে ফাগ-মো-গ্রু-পা রাজবংশের অপর এক পরিবারগোষ্ঠী ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পাকে সরিয়ে ক্ষমতা দখল করলে[4] তিনি এই গোষ্ঠীর চাপে মিং সম্রাট হোংঊকে পত্র মারফত ফাগ-মো-গ্রু-পা রাজবংশের তৃতীয় রাজা শা-ক্যা-রিন-ছেনের পুত্র গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শানকে পরবর্তী ফাগ-মো-গ্রু-পা রাজা হিসেবে ঘোষণা করতে অনুরোধ করেন। মিং সম্রাট এই অনুরোধ রাখলে[3] তিনি গ্দান-সা-থেল বৌদ্ধবিহারে চলে যান এবং সেখানে বাকি জীবন অতিবাহিত করেন।[1]
তথ্যসূত্র
- Giuseppe Tucci, Deb T'er Dmar Po Gsarma. Rome 1971, p. 214.
- Tsepon W.D. Shakabpa, Tibet. A Political History. Yale 1967, p. 83.
- Giuseppe Tucci, Tibetan Painted Scrolls. Rome 1949, p. 692.
- Ariane Macdonald, 'Préambule à la lecture d'un Rgya-Bod yig-chan'. Journal asiatique 963, p. 103-4.
পূর্বসূরী গ্রাগ্স-পা-ব্যাং-ছুব |
ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা পঞ্চম ফাগ-মো-গ্রু-পা শাসক (১৩৮১-১৩৮৫) |
উত্তরসূরী গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান |