ব্রুকহ্যাভেন ন্যাশনাল ল্যাবরেটরী

ব্রুকহ্যাভেন ন্যাশনাল ল্যাবরেটরী নিউ ইয়র্কে অবস্থিত একটি গবেষণাগার। এটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়।

ব্রুকহ্যাভেন ন্যাশনাল ল্যাবরেটরী
আকাশ থেকে ব্রুকহ্যাভেন ন্যাশনাল ল্যাবরেটরী
নীতিবাক্য"Passion for discovery"
স্থাপিত১৯৪৭
গবেষণার ধরণনিউক্লিয় পদার্থবিজ্ঞান, ভৌত পদার্থবিজ্ঞান ও রসায়ন, পরিবেশ ও জৈব গবেষণা
বাজেটOver US$700 million (2013)
পরিচালকDoon Gibbs
স্টাফ৩০০০
অবস্থাননিউ ইয়র্ক
ক্যাম্পাস২১ km2 (৫২৬৫ acres)
কর্মরত সংস্থাBrookhaven Science Associates, LLC
ওয়েবসাইটwww.bnl.gov

কার্যক্রম

এই গবেষণাগারে প্রায় ৩০০০ বিজ্ঞানী, প্রকৌশলী কাজ করে। এই গবেষণাগারের মোট ক্ষেত্রফল ২১ বর্গকিলোমিটার।

কর্মসূচী

  • নিউক্লিয় ও উচ্চ শক্তি পদার্থবিজ্ঞান
  • নিরস্ত্রীকরণ
  • গাঠনিক জীববিজ্ঞান

প্রবেশাধিকার

গ্রীষ্মের রবিবারসমূহে এই গবেষণাগারটি সাধারণ মানুষের জন্য খোলা থাকে। এটি স্থানীয় স্কুলসমূহের জন্য বিজ্ঞান মেলা ও রোবোটিক্স প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

নোবেল পুরস্কার

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার

রসায়নে নোবেল পুরস্কার

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.