ব্যাকবক্স (লিনাক্স ডিস্ট্রিবিউশন)

ব্যাকবক্স উবুন্টু ভিত্তিক অনুপ্রবেশ পরীক্ষা ও নিরাপত্তা মূল্যায়নে পারদর্শী গ্নু/লিনাক্স অপারেটিং সিস্টেম, যার সাথে নেটওয়ার্ক ও ইনফরমেটিকস সিস্টেম বিশ্লেষণ টুলকিট প্রদান প্রদান করা হয়। ব্যাকবক্স ডেস্কটপ পরিবেশে ইথিক্যাল হ্যাকিং এবং নিরাপত্তা মূল্যায়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের একটি সম্পূর্ণ সেট রয়েছে।

ব্যাকবক্স লিনাক্স
ডেভলপাররাফেল ফোর্ট এবং অন্যান্য[1]
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলওপেন সোর্স
সর্বশেষ মুক্তি৫.১ / ১২ মার্চ ২০১৮ (2018-03-12)[2]
কার্নেলের ধরনলিনাক্স
ব্যবহারকারী ইন্টারফেসএক্সএফসিই
লাইসেন্সফ্রি সফটওয়্যার অনুমতিপত্র
(প্রধানত গনু জেনারেল পাবলিক লাইসেন্স)
ওয়েবসাইটwww.backbox.org

বহিঃসূত্র

  1. "টিম/ডেভেলপার"। ৫ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৮
  2. "ব্যাকবক্স ৫.১ মুক্তি পেলো"ব্যাকবক্স লিনাক্স। ব্যাকবক্স লিনাক্স। জুন ২৪, ২০১৮। সংগ্রহের তারিখ জুলাই ১৯, ২০১৮

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.