ব্যাকবক্স (লিনাক্স ডিস্ট্রিবিউশন)
ব্যাকবক্স উবুন্টু ভিত্তিক অনুপ্রবেশ পরীক্ষা ও নিরাপত্তা মূল্যায়নে পারদর্শী গ্নু/লিনাক্স অপারেটিং সিস্টেম, যার সাথে নেটওয়ার্ক ও ইনফরমেটিকস সিস্টেম বিশ্লেষণ টুলকিট প্রদান প্রদান করা হয়। ব্যাকবক্স ডেস্কটপ পরিবেশে ইথিক্যাল হ্যাকিং এবং নিরাপত্তা মূল্যায়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের একটি সম্পূর্ণ সেট রয়েছে।
![]() | |
ডেভলপার | রাফেল ফোর্ট এবং অন্যান্য[1] |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
কাজের অবস্থা | সক্রিয় |
সোর্স মডেল | ওপেন সোর্স |
সর্বশেষ মুক্তি | ৫.১ / ১২ মার্চ ২০১৮[2] |
কার্নেলের ধরন | লিনাক্স |
ব্যবহারকারী ইন্টারফেস | এক্সএফসিই |
লাইসেন্স | ফ্রি সফটওয়্যার অনুমতিপত্র (প্রধানত গনু জেনারেল পাবলিক লাইসেন্স) |
ওয়েবসাইট | www.backbox.org |
বহিঃসূত্র
- "টিম/ডেভেলপার"। ৫ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৮।
- "ব্যাকবক্স ৫.১ মুক্তি পেলো"। ব্যাকবক্স লিনাক্স। ব্যাকবক্স লিনাক্স। জুন ২৪, ২০১৮। সংগ্রহের তারিখ জুলাই ১৯, ২০১৮।
আরও দেখুন
- লিনাক্স
- কালি লিনাক্স, পেন টেস্টিং অপারেটিং সিস্টেম
- উবুন্টু, সবচেয়ে জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন
- আর্চ লিনাক্স
- মানজারো লিনাক্স, আর্চ লিনাক্স ভিত্তিক লিনাক্স ডিস্ট্রো
- এলিমেন্টারি ওএস, দৃষ্টিনন্দন লিনাক্স ডিস্ট্রো
- অপারেটিং সিস্টেম
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.