এলিমেন্টারি ওএস

এলিমেন্টারি ওএস (ইংরেজি: elementary OS) উবুন্টুর উপর ভিত্তি করে তৈরি করা একটি একটি সহজে কনফিগারযোগ্য, ব্যবহারবান্ধব ও দৃষ্টিনন্দন গ্নু/লিনাক্স অপারেটিং সিস্টেম। এটি প্যানথিয়ন ডেস্কটপ পরিবেশের ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম।[3] ম্যাক ওএসের সাথে সাদৃশ্য রেখে এর ডিজাইন করা হয়েছে। উবুন্টুর উপর ভিত্তি করে বানানো বলে এতে উবুন্টুর প্যাকেজ ম্যানেজারসফটওয়্যার সেন্টার ব্যবহৃত হয়েছে।

এলিমেন্টারি ওএস
এলিমেন্টারি ওএস "জুনো"
ডেভলপারএলিমেন্টারি এলএলসি
প্রোগ্রামিং ভাষাVala
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলওপেন সোর্স
প্রাথমিক মুক্তি৩১ মার্চ ২০১১ (2011-03-31)
সর্বশেষ মুক্তি৫.০ "জুনো" / ১৬ অক্টোবর ২০১৮ (2018-10-16)[1]
সর্বশেষ প্রাকদর্শন৫.০ "জুনো" বেটা ২[2] / ২০ সেপ্টেম্বর ২০১৮ (2018-09-20)
হালনাগাদের পদ্ধতিএপিটি
প্যাকেজ ম্যানেজারডিপিকেজি
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স কার্নেল)
ব্যবহারকারী ইন্টারফেসপ্যানথিয়ন[3]
লাইসেন্সগ্নু জিপিএল, এলজিপিএল
ওয়েবসাইটelementary.io

ডিজাইন দর্শন

কাস্টোমাইজেশনের চেয়ে এলিমেন্টারি ওএস প্রকল্প তাৎক্ষণিক ব্যবহারযোগ্যতার উপর গুরুত্বারোপ করে। ডেভেলপারদের জন্যে তিনটি প্রধান নিয়ম হলো—"কনভিশন", "কনফিগারেশন এড়িয়ে চলা" এবং "ন্যূনতম ডকুমেন্টেশন"। শুরু থেকেই এলিমেন্টারি ওএস এর ডিজাইন, যেটা ম্যাক ওএস থেকে অনেকটাই প্রভাবিত, প্রশংসা ও সমালোচনা দুটোই গ্রহণ করেছে। প্যানথিয়নের শেল এলিমেন্টারি ওএসের অন্যান্য এপ্লিকেশন, যেমন প্ল্যাংক(ডক), গ্নোম ওয়েব (ডিফল্ট ওয়েব ব্রাউজার) এবং স্ক্র‍্যাচ(সাধারণ টেক্সট এডিটর)-এর সাথে একীভূত থাকে। এ ডিস্ট্রিবিউশন গালাকে(মাটারের উপর ভিত্তি করে) ডিফল্ট উইন্ডো ম্যানেজার হিসাবে ব্যবহার করে।

বহিঃসূত্র

  1. "elementary OS 5 Juno is Here"medium.com। ১৬ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৮
  2. Developer Preview: Juno Beta 2 Is Out; Elementary OS Medium
  3. James, Cassidy (১৪ নভেম্বর ২০১২)। "Hello, Luna Beta 1"ElementaryOS.org। ৪ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৪

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.