ব্যক্তি মালিকানা
ব্যক্তি মালিকানা বা ব্যক্তিগত মালিকানা (ইংরেজি: Private ownership বা Private property) মালিকানার এমন ধরন, যেখানে উৎপাদনের উপায় ও শ্রমজাত দ্রব্যের মালিক একক ব্যক্তি। এই মালিকানা পদ্ধতি ব্যক্তিগত বা পারিবারিক চাহিদা পূরণের জন্য ব্যবহৃত হয় এবং এই পদ্ধতিতে সমাজের সদস্যদের বৈষয়িক সামগ্রীর উপর ব্যক্তিগত মালিকানা থাকে।[1]

মাল্টার সান মার্টিন, সেন্ট পলের উপসাগরে ব্যক্তি মালিকানার (PP) ব্রিটিশ শাসনকালীন চিহ্ন
ব্যক্তিমালিকানার আর্বিভাব ও বিকাশের ফলে সমাজ বৈরী শ্রেণীগুলোতে বিভক্ত হয়ে পড়ে, রাষ্ট্রের উদ্ভব ঘটে এবং মানুষ কর্তৃক মানুষের শোষণ শুরু হয়। ব্যক্তিমালিকানা—দাসপ্রথাভিত্তিক, সামন্তবাদী ও পুঁজিবাদী গঠনরূপের ভিত্তি।
তথ্যসূত্র
- ফ. ভলকভ, অনুবাদ ড. মুস্তাফা মাহমুদ, সমাজবিদ্যার সংক্ষিপ্ত শব্দকোষ, প্রগতি প্রকাশন, মস্কো, ১৯৯০, পৃ: ১২৮
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.