প্রগতি প্রকাশন
প্রগতি প্রকাশন (ইংরেজি: Progress Publishers) ছিল ১৯৩১ সালে প্রতিষ্ঠিত একটি মস্কো-ভিত্তিক সোভিয়েত প্রকাশন। এটি বিখ্যাত ছিল মার্কসবাদ-লেনিনবাদের নানা বিষয়ে বিভিন্ন ভাষায় প্রকাশিত বইয়ের জন্য।
![]() | |
প্রকাশনী | |
প্রতিষ্ঠাকাল | ১৯৩১ |
সদরদপ্তর | মস্কো, সোভিয়েত ইউনিয়ন |
পণ্যসমূহ | Books |
প্রগতি প্রকাশন বিশেষভাবে "সোভিয়েত ইউনিয়নের সংক্ষিপ্ত ইতিহাস" এবং সামাজিক-রাজনৈতিক জ্ঞানের অ-আ-ক-খ সিরিজ বইগুলোর জন্য বিখ্যাত ছিল। সামাজিক-রাজনৈতিক জ্ঞানের অ-আ-ক-খ সিরিজের বইগুলোর নাম হতো দর্শন কী, অর্থশাস্ত্র কী, শ্রম কী ইত্যাদি ধরনের। এই প্রকাশন আরো প্রকাশ করেছিল বিদেশি ভাষার পাঠকদের জন্য অনেক বিজ্ঞান, শিল্প, সাহিত্য, রাজনীতি, শিশুতোষ, ধ্রুপদী বইসমূহ।
এই প্রকাশনের একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল যে সমস্ত বইয়ের শেষে "পাঠকদের প্রতি" একটি অনুরোধ থাকত। সেই অনুরোধে মতামত ও পরামর্শ চাওয়া হত। ভাষাটি ছিল এরকম:
“ | পাঠকদের প্রতি,
বইটির বিষয়বস্তু, অনুবাদ ও অঙ্গসজ্জার বিষয়ে আপনাদের পরামর্শ পেলে প্রকাশালয় বাধিত হবে। অন্যান্য পরামর্শও সাদরে গ্রহণীয়। আমাদের ঠিকানা: ২১ জুবোভস্কি বুলভার, মস্কো, সোভিয়েত ইউনিয়ন।[1] |
” |
আরো দেখুন
- Lawrence and Wishart
তথ্যসূত্র
- Polevoi, Boris (১৯৬৭)। A Story About a Real Man। Moscow: Progress Publishers।
টেমপ্লেট:Publish-corp-stub
টেমপ্লেট:Soviet-stub