প্রগতি প্রকাশন

প্রগতি প্রকাশন (ইংরেজি: Progress Publishers) ছিল ১৯৩১ সালে প্রতিষ্ঠিত একটি মস্কো-ভিত্তিক সোভিয়েত প্রকাশন। এটি বিখ্যাত ছিল মার্কসবাদ-লেনিনবাদের নানা বিষয়ে বিভিন্ন ভাষায় প্রকাশিত বইয়ের জন্য।

প্রগতি প্রকাশন
Progress Publishers
প্রকাশনী
প্রতিষ্ঠাকাল১৯৩১
সদরদপ্তরমস্কো, সোভিয়েত ইউনিয়ন
পণ্যসমূহBooks

প্রগতি প্রকাশন বিশেষভাবে "সোভিয়েত ইউনিয়নের সংক্ষিপ্ত ইতিহাস" এবং সামাজিক-রাজনৈতিক জ্ঞানের অ-আ-ক-খ সিরিজ বইগুলোর জন্য বিখ্যাত ছিল। সামাজিক-রাজনৈতিক জ্ঞানের অ-আ-ক-খ সিরিজের বইগুলোর নাম হতো দর্শন কী, অর্থশাস্ত্র কী, শ্রম কী ইত্যাদি ধরনের। এই প্রকাশন আরো প্রকাশ করেছিল বিদেশি ভাষার পাঠকদের জন্য অনেক বিজ্ঞান, শিল্প, সাহিত্য, রাজনীতি, শিশুতোষ, ধ্রুপদী বইসমূহ।

এই প্রকাশনের একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল যে সমস্ত বইয়ের শেষে "পাঠকদের প্রতি" একটি অনুরোধ থাকত। সেই অনুরোধে মতামত ও পরামর্শ চাওয়া হত। ভাষাটি ছিল এরকম:

আরো দেখুন

  • Lawrence and Wishart

তথ্যসূত্র

  1. Polevoi, Boris (১৯৬৭)। A Story About a Real Man। Moscow: Progress Publishers।


টেমপ্লেট:Publish-corp-stub টেমপ্লেট:Soviet-stub

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.