বেলকুচি কলেজ
বেলকুচি কলেজ বাংলাদেশের বেলকুচি উপজেলার সিরাজগঞ্জ জেলায় অবস্থিত একটি সরকারি কলেজ। এই কলেজটি "বেলকুচি ডিগ্রী কলেজ" নামে পরিচিত। [3]
![]() | |
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৭০ [1] |
অধ্যক্ষ | মোহাম্মদ মোস্তাফিজুর রহমান [2] |
ঠিকানা | , , |
শিক্ষাঙ্গন | উপশহর |
সংক্ষিপ্ত নাম | বেক |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী |
ওয়েবসাইট | belkuchicollege |
ইতিহাস
স্থানীয় আবু কোরাইশী খাঁন বেলকুচি ডিগ্রি কলেজটি স্থানীয়দের সহযোগীতায় ১৯৭০ সালে মুকুন্দগাঁতী মৌজায় কলেজটি প্রতিষ্ঠিত করেন। ১৯৭০ সালের ৫ মে তৎকালীন পাবনা জেলার জেলা প্রশাসক শামসুদ্দীন আহম্মেদ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কলেজটি ১৯৭০ সালে উচ্চমাধ্যমিক কলেজ হিসেবে যাত্রা শুরু করে। ১৯৭২ সালে কলেজটিতে বি.এ. ও বি.কম. কোর্স চালু করা হয়। ১৯৮৬ সালে বি.এস.সি. কোর্স চালুর মাধ্যমে কলেজটি পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে।[4]
পরবর্তীতে ২০১০-২০১১ ইং শিক্ষাবর্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা অনার্স কোর্স খোলার মাধ্যমে কলেজটি অনার্স কলেজ হিসেবে গৌরবের আসনে আসীন হয়। [5]
বিভাগ সুমহ
উচ্চ মাধ্যমিক পর্যায়ে
- বিজ্ঞান
- মানবিক
- ব্যবসায় শিক্ষা
ডিগ্রি পর্যায়ে
- বি.এ.,
- বি.এস.এস.,
- বি.বি.এস.,
- বি.এস.সি,
- রাষ্ট্রবিজ্ঞান (অনার্স),
- হিসাববিজ্ঞান (অনার্স),
- ব্যবস্থাপনা (অনার্স)
অর্জন
প্রতিষ্ঠান ১৯৯৬ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।
ছাত্র-ছাত্রীর সংখ্যা
উচ্চমাধ্যমিক
- ১ম বর্ষ ৭৮২,
- ২য় বর্ষ ৭৪৬,
ডিগ্রি (পাস)
- ১ম বর্ষ ৩২১,
- ২য় বর্ষ ৪২১,
- ৩য় বর্ষ ৬৩৫,
স্নাতক (সম্মান)
- ১ম বর্ষ ২০০,
- ২য় বর্ষ ১৯০,
- ৩য় বর্ষ ১৮০,
- ৪র্থ বর্ষ ১৭৮,
আরও দেখুন
তথ্যসূত্র
- "বেলকুচি ডিগ্রি কলেজ সরকারি করা হোক"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- "অধ্যক্ষের অপসারণের দাবিতে বেলকুচি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৬।
- http://belkuchi.sirajganj.gov.bd/site/view/college
- "WELCOME TO BELKUCHI COLLEGE"। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯।