জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা
জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা বাংলাদেশের একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুরী।[1]
জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা | |
![]() গওহরডাঙ্গা মাদ্রাসা | |
নীতিবাক্য | اقرأ ( পড়ো তোমার প্রভুর নামে ) |
---|---|
ধরন | বেসরকারি |
স্থাপিত | ১৯৩৭ ঈসায়ি |
প্রতিষ্ঠাতা | শামসুল হক ফরিদপুরী |
অধ্যক্ষ | হাঃ মাওলানা মুফতি রুহুল আমিন |
শিক্ষায়তনিক কর্মকর্তা | ৬৫ |
শিক্ষার্থী | ২,৫০০ প্রায় (২০১৭) |
অবস্থান | , |
শিক্ষা কার্যক্রম
প্রতিষ্ঠানটিতে বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা, বাংলাদেশ, শিক্ষাবোর্ড এর অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নূরানী,নাযেরা, হিফজ ও কেরাত বিভাগসহ কিতাব বিভাগ (তাকমিল ফিল হাদিস) এবং ফতোয়া বিভাগ রয়েছে।[2]
ব্যবস্থাপনা
দারুল উলুম দেওবন্দ এর অনুকরণে জনগনের সাহায্য প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। একটি মজলিশে শূরা এবং একটি মজলিশে আমেলার মাধ্যমে মুহতামিম তথা প্রিন্সিপালের নেতৃত্বে কার্য সম্পাদন হয়।
তথ্যসূত্র
- "ঢাকা ও ঢাকার বাইরের কিছু শীর্ষ কওমি মহিলা মাদ্রাসার নাম ও ঠিকানা"। our Islam (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১০।
- আজাদ, আবুল কালাম (২০১৭-০৪-২০)। "বাংলাদেশে কওমী মাদ্রাসায় কী পড়ানো হয়?" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১০।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.